New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/viral-video.jpg)
ঝাঁপ দিয়ে নিচে পরছেন মন্ত্রী!
আনন্দ ধরে রাখতে না পেরে, কোর্ট প্যান্ট পাহাড় থেকে ঝাঁপ দিলেন তিনি। তারপর...
ঝাঁপ দিয়ে নিচে পরছেন মন্ত্রী!
বহুদিন পর লকডাউন উঠেছে। প্রধানমন্ত্রীর ঘোষণায় দেশে এখন চলছে আনন্দ-উল্লাস। নিউজিল্যান্ডের এমনই বেশকিছু ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমজনতা খুশি তো বটেই, পাশাপাশি খুশি প্রশাসনও। সম্প্রতি নিউজিল্যান্ডের কুইন্সটাউন লেকের মেয়র জিম্ব বুলটস আনন্দ ধরে রাখতে না পেরে, কোর্ট প্যান্ট পাহাড় থেকে ঝাঁপ দিলেন তিনি। না না এটি মারণঝাঁপ নয়, তিনি বাঞ্জি জাম্পিং এর মজা নিলেন। টানা ৭ সপ্তাহ লকডাউন চলেছে সেখানে।
লকডাউনের পর পর্যটন ব্যবসা খুলে গিয়েছে। তাই লকডাউন শেষে ঘুরতে বেরিয়েছিলেন মেয়র। কাওয়ারাও ব্রিজে রয়েছে বাঞ্জি জাম্পিং এর ব্যবস্থা। সেখান থেকে নিজেই লাফ দিয়ে পুনরায় সেই ব্যবসা চালু করেন মেয়র।
মেয়র জানিয়েছেন, আমি খুব খুশি সমস্ত কিছু খুলে গিয়েছে। পুনরায় শুরু হয়েছে ব্যবসা-বাণিজ্য। তাই লকডাউন ওঠার প্রথম সকালে আমি পৌঁছে গিয়েছিলাম কাওয়ারাও নদীর উপরের ব্রিজে বাঞ্জি সেন্টারে। তবে এটি আমার জীবনে প্রথম বাঞ্জি জাম্পিং এমনটা নয়।
নিউজিল্যান্ডের ঘুরতে যাওয়ার জন্য গোটা বিশ্বকে আহ্বান জানিয়েছেন তিনি। মেয়র করছেন বাঞ্জি জাম্পিং, এমন একটা বিরল ভিডিও হু হু করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া।
Read the full story in English