Advertisment

IAS Success Story: লক্ষ্যে অবিচল থেকে আকাশছোঁয়া সাফল্য, এত কম বয়সে IAS হয়ে সকলকে চমকে দেন এই তরুণী

মাত্র ২২ বছরেই সাফল্যের চূড়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
IAS Success Story, UPSC Success Story, IAS Simmi Success Story, UPSC, Education, Success Story

লক্ষ্যে অবিচল থেকে আকাশছোঁয়া সাফল্য, এত কম বয়সে IAS হয়ে সকলকে চমকে দেন এই তরুণী

কেউ যদি কোন কিছু করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হন তাহলে সেটা তিনি অর্জন করবেনই। এমন দৃষ্টান্ত এর আগে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছে। আজএমন একটি অনুপ্রেরণার কাহিনী সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যা শুনে গায়ে কাঁটা দেবে।

Advertisment

প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী UPSC পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুতি নেয় কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজন এই পরীক্ষায় সাফল্য পান। সিমি করণ তাদের মধ্যেই একজন। আইএএস সিমি করণ ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় ৩১ তম স্থান অর্জন করেছিলেন।

সিমি করণ মুম্বইয়ের বস্তিতে পড়াতেন। তিনি মূলত ওড়িশার বাসিন্দা এবং আইআইটি বোম্বে থেকে পড়াশোনা করেছেন তিনি। IIT থেকে B.Tech করার সময় তিনি মুম্বাইয়ের বস্তিতে বসবাসরত শিশুদের পড়াবার সুযোগ পেয়েছিলেন। সেখানে পড়ানোর পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ওড়িশার বাসিন্দা সিমি ভিলাই থেকে স্কুলে পড়াশোনা করেছেন। তার বাবা ভিলাই স্টিল প্ল্যান্টে কর্মরত ছিলেন। মা ছিলেন একজন শিক্ষিকা। দ্বাদশের পর সিমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেওয়ার কথা ভেবে আইআইটি বোম্বেতে ভর্তি হন। কিন্তু এই সময়ে, বস্তির বাচ্চাদের পড়ানোর সুযোগ পান তিনি এবং ইঞ্জিনিয়ার হওয়ার বদলে UPSC-এর জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ।

সীমিত সংখ্যক বই থেকে লেখাপড়া করেছেন সিমি। তিনি সিলেবাসকে ছোট ছোট অংশে ভাগ করেছিলেন যাতে তিনি সঠিকভাবে পড়াশোনা করতে পারেন। তিনি ২০১৯ সালে UPSC পরীক্ষায় সাফল্য অর্জন করেছিলেন। সিমি আইআইটি পরীক্ষা শেষ হওয়ার মাত্র এক মাস পরে ইউপিএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং সাফল্য অর্জন করেছিল।

viral
Advertisment