চাকরি করে কত আয় করেন? ভিক্ষুকের মাসিক উপার্জন শুনে মাথা ঘুরে যাবে, রয়েছে কোটি টাকার ফ্ল্যাট

ভরতের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।

ভরতের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।

author-image
IE Bangla Web Desk
New Update
beggar,poverty,financial instability,lucrative profession,wealthiest beggar

চাকরি করে কত আয় করবেন, ভিক্ষা করে আয় ৭৫ হাজার টাকা। শুনে অবাক হলেন? এটাই বাস্তব। আপনি নিশ্চয়ই বিশ্বের তাবড় ধনী ব্যক্তির কথা শুনেছেন। কিন্তু আপনি কি কখনও কোটিপতি ভিখারির কথা শুনেছেন? মুম্বইয়ের এই ভিখারির আয় শুনলে ভিরমি খেতে বাধ্য। ভরত জৈন বিশ্বের বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক। ভরতের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে। মুম্বইতে ভরত যে বাড়িতে থাকেন তার দামও কোটি টাকা।

Advertisment

রাস্তায় যাতায়াতের সময় আপনি প্রায়ই অনেক ভিক্ষুক দেখতে পাবেন। তাদের সাধারণ ভাবে গরীব ও নিঃস্ব বলেই সকলে বিবেচনা করেন। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই ভিক্ষুকদের মধ্যে কেউ কেউ আপনার থেকেও বড়লোজক। যাদের আয় আপনার চাকরির বেতনের প্রায় দ্বিগুণ। অনেক ভিক্ষুক আছে যারা স্রেফ ভিক্ষা করেই কোটিপতিও হয়েছেন।  

আজ এমনই এক ভিক্ষুকের কাহিনী সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ভিক্ষা করে কোটিপতি হয়েছেন মুম্বইয়ের এই ব্যক্তি। যার মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি। যিনি ইতিমধ্যেই বিশ্বের ধনী ভিক্ষুকের তালিকায় নাম তুলেছেন। এই ভিক্ষুকের নাম ভরত জৈন। বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক ভরত। ভারত জৈনের ছেলেমেয়েরা কনভেন্ট স্কুলে লেখাপড়া করেন। তিনি যে বাংলোতে থাকেন তার দাম কোটি টাকার ওপরে। মুম্বই ও পুনেতে কোটি কোটি টাকার বাড়ি ও দোকান রয়েছে। প্রতি মাসে প্রায় ৭৫ হাজার টাকা।  জৈনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা বলে জানা গেছে।

Advertisment
beggar,poverty,financial instability,lucrative profession,wealthiest beggar
ভরত জৈন

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক ভারত জৈন মুম্বইয়ের রাজপথে তাকে ভিক্ষা করতে দেখা যায়। ভরতের পরিবারে তার স্ত্রী, দুই ছেলে, এক ভাই এবং তার বাবা রয়েছেন। ভরতের দুই সন্তানই স্কুলের পড়াশোনা শেষ করেছে। ভরতের মুম্বইতে ১.২ কোটি টাকা মূল্যের একটি দুটি বেডরুমের ফ্ল্যাট রয়েছে। ভারত জৈন ছত্রপতি শিবাজি টার্মিনাস বা আজাদ ময়দান এলাকায় ভিক্ষা করেন।  

viral