Advertisment

Success story: রিকশা চালকের ছেলে থেকে IAS, জীবনসংগ্রামের এই কাহিনী চমকে দেবে আপনাকেও

বাবা পেশায় রিকশা চালক। তারই ছেলে আইএএস হয়ে সকলকে চমকে দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
IAS officer Govind Jaiswal, UPSC exams, IAS, IPS success stories, UPSC, IAS stories, Govind Jaiswal, IAS success story, IPS, IRS, IFS, Civil Services Exam, UPSC CSE, UPSC AIR 48 IAS officer Govind Jaiswal

রিকশা চালকের ছেলে থেকে IAS, জীবনসংগ্রামের এই কাহিনী চমকে দেবে আপনাকেও

দারিদ্র্যের সঙ্গে দাঁতে দাঁত চিপে লড়াই চালিয়ে অবশেষে চূড়ান্ত সফল। রিকশাচালকের ছেলের IAS হয়ে উঠার লড়াই অনুপ্রেরণা দেবে আপনাকেও।

Advertisment

কিছু কিছু মানুষের জীবনসংগ্রামের কাহিনী লাখো মানুষকে অনুপ্রাণিত করে। তেমনই এক কাহিনীতে গায়ে কাঁটা দেবে। ছোট থেকে অভাব নিত্যসঙ্গী। বাবা পেশায় রিকশা চালক। তারই ছেলে আইএএস হয়ে সকলকে চমকে দিয়েছেন।

আজ এমনই একটি সাফল্যের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছোট থেকে দরিদ্র পরিবারে বড় হয়ে ওঠা। নুন আনতে পান্তা ফুরোয় দশা। তার মাঝেও লক্ষ্যে অবিচল থেকে জয় ছিনিয়ে আনা কী মুখের কথা?

উত্তরপ্রদেশের বারাণসীর এই রিকশাচালক জীবনে হাজারো অসুবিধার সম্মুখীন হয়েও ছেলেকে পড়াশুনা চালিয়ে যাওয়ার খরচ সেই সঙ্গে অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন। নিজে ক্ষুধার্ত থেকেও ছেলের পড়াশুনায় কোন ত্রুটি রাখেন নি তিনি। আর সেই ছেলে আইএএস অফিসার হয়ে বাবার কঠোর পরিশ্রমের ফল ফিরিয়ে দিয়ে নজির গড়ল। আইএএস গোবিন্দ জয়সওয়াল। তার কাহিনীতে চমকে গিয়েছে লাখো মানুষ। বারাণসীতে স্কুল শিক্ষা শেষে গণিতে স্নাতক হয়ে UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লিতে আসেন।

ছেলের পড়াশুনার খরচ জোগাতে বাবা সেপটিক এবং পায়ে ক্ষত থাকা সত্ত্বেও রিকশা চালাতেন। পেট ভরে খাবার টুকু না জুটলেও প্রতি মাসের নির্দিষ্ট তারিখে ছেলের কোচিংয়ে ফি ঠিক জোগাড় করে রাখতেন তিনি। ২০০৭ তিনি UPSC পরীক্ষায় তার প্রথম প্রচেষ্টায় ৪৮ তম স্থান অর্জন করে সকলকে চমকে দেন তিনি। IAS গোবিন্দ জয়সওয়ালের স্ত্রী চন্দনা চৌধুরী একজন আইপিএস আধিকারিক। গোবিন্দের জীবন কাহিনী আজ লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

IAS viral
Advertisment