Advertisment

Famous Tea Seller In India: ভারত সেরা চা'ওয়ালা! হাতের জাদুতে মুগ্ধ আম্বানি পরিবার, চা বানিয়ে জমিয়ে দেন অনন্ত-রাধিকার বিয়ের আসর!

Famous Tea Seller In India: জিও কর্তা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেটের জমকালো বিয়ের আয়োজন চমকে দিয়েছে তামাম বিশ্বকে। অথিতিদের ১২০ রকমের চা পরিবেশন করে বিদেশি অথিতিদের চমকে দেন এই চা'ওয়ালা

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Anant Radhika Wedding

ভারত সেরা চা'ওয়ালা! হাতের জাদুতে মুগ্ধ আম্বানি পরিবার, চা বানিয়ে জমিয়ে দেন অনন্ত-রাধিকার বিয়ের আসর!

Famous Tea Seller In India আম্বানি পরিবারও এনার তৈরি চায়ে চুমুক দিয়েছেন! স্বাদ প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলে। 

Advertisment

চা এমন এক পানীয় যা প্রতিটি ভারতবাসীর প্রথম পছন্দ। অফিসের ব্যস্ততা হোক অথবা সন্ধ্যার আড্ডা বা কোন অনুষ্ঠানে চা ছাড়া যেন অসম্পূর্ণ। সম্প্রতি বিল গেটসকে তার হাতের তৈরি চা খাইয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়া 'সেনসেশন' হয়ে ওঠেন ডলি চা'ওয়ালা। আজকের এই প্রতিবেদনে এমন এক চা'ওয়ালার কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, যিনি অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন ১২০ রমকের চা। আর তাঁর হাতের তৈরি চা মুগ্ধ করেছে আম্বানি পরিবারকে। সম্প্রতি অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়েতে আগত অথিতিদের তার হাতের তৈরি চা খাইয়ে বাহবা কুড়িয়েছেন তিনি।   

MBA চা'ওয়ালা থেকে শুরু করে ডলি চা'ওয়ালা সোশ্যাল মিডিয়ার জগতে কার্যত তোলপাড় ফেলেছেন এঁরা। এদের হাতের তৈরি চা খেতে বহু দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমান। চায়ের ব্যবসাকে এক অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন এনারা। স্রেফ চা বিক্রি করে এদের 'বিলাসবহুল লাইফস্টাইল' চমকে দিতে বাধ্য। আজ এমন এক চা'ওয়ালার কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যাকে খোদ মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি অনন্ত আম্বানি-রাধিকার বিয়েতে চা বানানোর জন্য নিয়ে গিয়েছিলেন। ১২০ ধরনের চা পরিবেশন করে তিনি বিয়ের অনুষ্ঠানে আগত অথিতিদের মন জিতে নেন।  

সরলতায় মন জয়! বাবা-মেয়ের মিষ্টি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল

জিও কর্তা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেটের জমকালো বিয়ের আয়োজন চমকে দিয়েছে তামাম বিশ্বকে।  বিশ্বের প্রায় সকল তাবড় ব্যক্তিত্ব, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ, চিত্রতারকা থেকে গায়ক, গায়িকা এই জমকালো বিয়েতে অংশ নিয়েছিলেন। সর্বকালের অন্যতম বিয়ের আয়োজন সকলকে তাক লাগিয়ে দিয়েছে। বিয়ের বিশেষ আকর্ষণ ছিল বিয়ের থিম এবং সুস্বাদু খাবার ছাড়াও, সারা বিশ্বের সেলিব্রিটিদের উপস্থিতি। জানেন কী  বিয়ের অতিথিদের সুস্বাদু চা পরিবেশন করার জন্য আম্বানি পরিবার লক্ষ্মণ ওঝাকেও দায়িত্ব দিয়েছিল। তিনি সেই বিয়েতে অতিথিদের জন্য ১২০ ধরণের চা পরিবেশন করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক কে এই লক্ষ্মন ওঝা? যার চায়ের জাদুতে মুগ্ধ হন আম্বানি পরিবার।

আরামে অবাধ ট্রেন যাত্রা! ব্যক্তির কাণ্ডে তাজ্জব নেটপাড়া, দেখুন ভিডিও

 লক্ষ্মণ ওঝা মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। তিনি ১২০-টির বেশি ফ্লেভারে চা বিক্রির জন্য সারা ভারত জুড়ে পরিচিত। পরিচিতরা সকলেই তাকে "লাচ্চু"নামে ডাকেন।  'লাচ্চু ভাইয়া' লাইম লাইটে আসেন  যখন তিনি অনন্ত আম্বানির বিয়েতে বিশেষ চায়ের স্টল দিয়েছিলেন, যেখানে মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে আগত অতিথিদের ১২০ ধরণের ভিন্ন ভিন্ন স্বাদের চা পরিবেশন করেন।  একটি সাক্ষাত্কারে ওঝা বলেছিলেন, "আমি চা নিয়ে দীর্ঘদিন নানান গবেষণা করেছি, এখন আমি আমারপরিশ্রমের ফল পাচ্ছি। আমি প্রায় ১৫ বছর ধরে চা তৈরি করছি এবং এমনকি অনন্ত আম্বানির বিয়েতে চা পরিবেশন করেছি।"লক্ষ্মণ ওঝা বলেন যে চা তৈরির ক্ষেত্রে ১৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তার। লক্ষ্মণ ওঝার সবচেয়ে বিখ্যাত চা হল জাফরান চা। 

viral
Advertisment