Advertisment

২৪ ঘণ্টায় ৮১ সার্টিফিকেট! নজরকাড়া সাফল্যে সোনার মেয়ের বিশ্বসেরা স্বীকৃতি  

পিজিতে ভর্তির পর রেহেনা ম্যানেজমেন্ট পড়ার জন্য ক্যাট পরীক্ষাতেও উত্তীর্ণ হন রেহেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rehna Shajahan From Kerala, Rehna Shajahan, Kerala, Kerala girl Rehna Shajahan, Rehna Shajahan set world record for achieving 81 certificates in a day, Rehna Shajahan world record for achieving 81 certificates, Rehna Shajahan got 81 certificates in a day, world record for achieving 81 certificates in a day, Meet Rehna Shajahan From Kerala, viral story, viral news, trending story, trending news, offbeat, world record, zara hatke, inspirational story, inspirational news, positive news, good news

২৪ ঘণ্টায় ৮১টি সার্টিফিকেট! নজরকাড়া সাফল্যে সোনার মেয়ের বিশ্বসেরা স্বীকৃতি

২৪ ঘণ্টায় ৮১টি সার্টিফিকেট পেয়ে বিশ্বরেকর্ড! এর আগে ২৪ ঘন্টায় ৭৫ টি সার্টিফিকেটের রেকর্ড ছিল। তা ভেঙে চুরমার করেছেন কেরলের রেহেনা শাহজাহান। তার এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় নতুন করে ফের ভাইরাল। আর তার এহেন সাফল্যে বেশ অবাক নেটিজেনরা।

Advertisment

মাত্র আধ নম্বরের জন্য ভর্তি হতে পারেননি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তাতে যে দমে যাওয়ার পাত্রী তিনি নন। নিজের চেষ্টায় একদিনে ৮১ টি অনলাইন শংসাপত্র পেয়ে বিশ্ব রেকর্ডসের স্বীকৃতি আদায় করে নিয়েছেন তিনি। অর্থাৎ প্রতি তিন মিনিটে একটিরও বেশি সার্টিফিকেট পেয়েছেন তিনি।

কেরলের কোট্টায়ামের বাসিন্দা রেহেনা। ২৫ বছর বয়সে রেহেনা দুটি পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য অনলাইনে ভর্তি হন। সোশ্যাল ওয়ার্কে মাস্টার্সের জন্য আবেদন করার পাশাপাশি রেহেনা ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং কোর্সেও ভর্তি হন। পিজিতে ভর্তির পর রেহেনা ম্যানেজমেন্ট পড়ার জন্য ক্যাট পরীক্ষাতেও উত্তীর্ণ হন। তিনি ফের সেই জামিয়া মিলিয়া ইসলামিয়াতে এমবিএ প্রোগ্রামে ভর্তি হন। পড়াশোনার প্রতি রেহেনার উৎসাহ ছিল এমনই।

আরও পড়ুন: < হাসি মুখে চা বেচছেন ইঞ্জিনিয়ার তরুণী, একচিলতে স্টলেই শুরু নতুন করে স্বপ্নবোনা! >

মাত্র ২৪ ঘন্টায় ৮১টি অনলাইন কোর্সের সার্টিফিকেট পেয়ে বেজায় খুশি তিনি। সেই সঙ্গে সেই খুশি বাঁধ ভেঙেছে ইন্টারন্যাশানাল ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলতে পেরে। রেহনা জানিয়েছেন, 'তাঁর দিদি নেহলাই তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন'। পড়াশোনা করার পাশাপাশি রেহনা দিল্লিতে অবস্থিত নারীদের অধিকার সংগঠনের হয়েও কাজ করেন। স্বামী ইব্রাহিম রিয়াজ আইটি ইঞ্জিনিয়ার। পরিবারে স্বামী ছাড়াও রয়েছেন বাবা, মা,ও বোন।

viral
Advertisment