Advertisment

অর্থনীতির স্নাতক হয়েও মেলেনি চাকরি, পেট চালাতে চায়ের দোকানই ভরসা এই তরুণীর

কোন কাজই ছোট নয় বার্তা 'চাওয়ালি'র

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০১৯ সালের অর্থনীতিতে স্নাতক হয়ে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেও জোটেনি একটা চাকরি

অর্থনীতির স্নাতক! দু বছর চাকরি না পেয়ে সংসারের হাল ধরতে বিহারের একটি কলেজের সামনে চায়ের দোকান খুলেছেন প্রিয়াঙ্কা গুপ্তা। ২০১৯ সালের অর্থনীতিতে স্নাতক হয়ে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেও জোটেনি একটা চাকরি। কিন্তু পরিবারের হাল যে ধরতেই হবে। অগত্যা পাটনায় একটি মহিলা কলেজের সামনেই চায়ের দোকান দিয়েছেন প্রিয়াঙ্কা।

Advertisment

হটাত কেন চায়ের দোকান খোলার ভাবনা? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, এমবিএ চায়ে ওয়ালা ইন্ডিয়া ওরফে প্রফুল্ল বিল্লোরের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে চায়ের দোকান খোলার ভাবনা। যেমন ভাবা তেমন কাজ। খুলে বসলেন একটি চায়ের দোকান। আজ তিনি ভাইরাল 'চাওয়ালি' নামে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন "আমি ২০১৯ সালে আমার গ্রাজুয়েশন সম্পুর্ণ করি। কিন্তু গত ২ বছরে অনেক চেষ্টা করি কিন্তু চাকরি জোটে নি। আমার মত অনেকেই সংসারে হাল ধরতে নানা পেশাকে বেছে নিয়েছে তাহলে আমি কেন চায়ের দোকান চালাতে পারিনা?

bihar
Advertisment