ক্যানভাসে রঙ তুলিতে নিজের অবয়ব, হাতির হতবাক করা কাণ্ড ভাইরাল

নিজের অবয়ব তৈরি করা তাক লাগিয়ে দিচ্ছে একটি হাতি।

নিজের অবয়ব তৈরি করা তাক লাগিয়ে দিচ্ছে একটি হাতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Social Media Viral Video,Social Media Viral videos,Elephant Made Painting Viral Video,वायरल वीडियो,हाथी का पेंटिंग,Trending Video,Funny Video,Interesting Video,Ajab Gajab Video,News and Viral Video,Animal Funny Video

হাতিও ছবি আঁকে! অবাক হলেন? সেটাই স্বাভাবিক। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি হাতিকে ক্যানভাবে রঙ তুলি নিয়ে নিজেকেই ফুটিয়ে তুলতে দেখা যাচ্ছে। যা দেখে তো সকলেই রীতিমত তাজ্জব।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হয়। কিছু ভিডিও মানুষকে চমকে দেয়, আবার কিছু ভিডিও এমন হয় যে দেখার পর চোখকে বিশ্বাস করা যায় না। সম্প্রতি একটি হাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যায় হাতিটি তার শুঁড়ের সাহায্যে ছবি আঁকছে। এই ভিডিওটি দেখার পর আপনার মনে হবে একজন চিত্রশিল্পী একটি ছবি আঁকছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিও দেখে বেশ অবাক হচ্ছেন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে রঙ তুলিতে ক্যানভাসে নিজের অবয়ব তৈরি করা তাক লাগিয়ে দিচ্ছে একটি হাতি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা ৭০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। সকলেই হাতির কাণ্ডে হতবাক।

viral