Advertisment

ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন হাত, পা দিয়েই জীবনের গল্প এঁকে বিশ্ব জয়! এমন মেয়ের কাহিনীতে গর্ব হবে

অদম্য জেদ আর ইচ্ছাশক্তিতেই তিনি আজ বিশ্বজয় করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Foot Artist, Foot painter, painting with Foot, Sheela Sharma, motivational story, Lucknow news, Lucknow news in Hindi, Lucknow latest news in Hindi, Lucknow top stories, success story,

অদম্য জেদ আর ইচ্ছাশক্তিতেই তিনি আজ বিশ্বজয় করেছেন।

ট্রেন দুর্ঘটনায় তার দুই হাত হারিয়ে পা দিয়েই জীবনের গল্প এঁকে বিশ্ব জয়, শীলার কাহিনী চমকে দেবে। লখনউয়ের শীলা শর্মা আজ এক জন পরিচিত ফুট আর্টিস্ট। হাতের বদলে পা দিয়েই তিনি ফুটিয়ে তোলেন একের পর এক চোখ জুড়ানো শিল্পকর্ম। কিন্তু শীলার এই জার্নিটা মোটেও সহজ ছিল না। ট্রেন দুর্ঘটনায় ২ হাত খুইয়ে ভেঙে পড়েন শীলা।

Advertisment

মাত্র চার বছর বয়সে ঘটে যাওয়া দুর্ঘটনাকে ভুলে জীবনে এগিয়ে চলা খুবই কঠিন কাজ ছিল শীলার পক্ষে। তবে অদম্য জেদ আর ইচ্ছাশক্তিতেই তিনি আজ বিশ্বজয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শীলার এই জীবন সংগ্রাম। যা হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। পা দিয়ে আঁকা শিখেছেন তিনি। বর্তমানে বিশ্বের বিখ্যাত ফুট আর্টিস্টদের মধ্যে অন্যতম লখনউয়ের শীলা শর্মা।

শীলার মা জ্যোতি এবং ভাই চন্দ্রশেখর ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। তিনি সেই দুর্ঘটনাতেই তার দুটি হাত হারিয়েছিলেন, কিন্তু কিছু করার ইচ্ছা ছিল তার। এই কারণেই তিনি হয়ে ওঠেন একজন সফল   ফুট পেইন্টার। শীলা আরও জানিয়েছেন যে তিনি আর্টস কলেজ, লখনউ থেকে আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে পড়াশোনা করেছেন। শীলা শর্মার স্বামী সুধীর শর্মাও একজন সুপরিচিত শিল্পী। তাঁর তৈরি মূর্তি লখনউয়ের সব মোড়ে মোড়ে স্থান পেয়েছে।  

শীলা শর্মা জানিয়েছেন, পা দিয়ে ছবি আঁকার জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে অনেক পুরস্কার পেয়েছেন। তিনি ললিত কলা কেন্দ্র থেকেও সম্মান পেয়েছেন। এ ছাড়া তিনি শিশুদের আঁকাও শেখান এবং বিনামূল্যে রং ও অন্যান্য ছবি আঁকার উপকরণ দিয়ে সাহায্যও করেন।

Viral Video
Advertisment