মদ কেনার হিড়িক লেগেছে দেশে, ভিডিও দেখে হকচকিয়ে গিয়েছে সোশাল মিডিয়া

সোমবার সকাল থেকে মদের দোকানে দোকানে লম্বা লাইন। ভিড়ে গুঁতোগুঁতি করছে মানুষ।

সোমবার সকাল থেকে মদের দোকানে দোকানে লম্বা লাইন। ভিড়ে গুঁতোগুঁতি করছে মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নোভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রকট হওয়ার পর দু দফায় ৪০ দিনের লকডাউনে মদের বন্ধ রাখার পর, সোমবার খোলা হয়। কন্টেইনমেন্ট জোন বাদে সর্বত্র খুলবে, তবে কন্টেইনমেন্ট জোনে এখনও কড়াভাবে বজায় থাকবে এলাকা নিয়ন্ত্রণ বিধি, এবং জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণের গতিবিধির ওপর প্রায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা।

Advertisment

দেশের সমস্ত গ্রীন জোন, অর্থাৎ যেখানে গত ২১ দিনে কোনও COVID-19 সংক্রমণের ঘটনা ঘটে নি, সেখানে শপিং মল বাদে সর্বত্রই খুলবে মদের দোকান, যেহেতু শপিং মলগুলি বন্ধ। এই নিয়ম শহর এবং গ্রামাঞ্চলে একইভাবে প্রযোজ্য।

অরেঞ্জ জোন, অর্থাৎ যেখানে এখনও COVID-19 এর সংক্রমণের হার অনেকটাই কম, সেখানেও গ্রীন জোনের বিধি মেনেই খুলবে মদের দোকান। এর আওতায় পড়বে দেশের প্রায় সমস্ত গ্রাম, এবং অধিকাংশ গঞ্জ শহর, যেহেতু এগুলি অরেঞ্জ জোনের অন্তর্ভুক্ত।
সোমবার সকাল থেকে মদের দোকানে দোকানে লম্বা লাইন। ভিড়ে গুঁতোগুঁতি করছে মানুষ। আবার বেশ কিছু জায়গায় সোশাল ডিসটেন্স বজায় রেখেই চলছে মদ কেনার হিরিক। সোশাল মি়ডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে দেশের একের পর এক ভিডিও ও ছবি।

শুক্রবার সারা দেশে মদ বিক্রির অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার, যদিও ৪ মে থেকে দেশব্যাপী লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। লকডাউনের তৃতীয় পর্বে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার স্বার্থে যে নির্দিষ্ট কিছু অর্থনৈতিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, মদ বিক্রি তারই আওতায় পড়ে। এর ফলে রাজ্য সরকারগুলির প্রবল অর্থ সঙ্কট কিছুটা লাঘব হওয়ার আশাও রয়েছে।

Advertisment

Read the full story in English

viral viral news coronavirus corona Lockdown