‘স্কার্ট-টপে’ মেট্রো ভ্রমণ, দুই যুবকের শোরগোল ফেলা কাণ্ড ভাইরাল  

ডেনিম স্কার্ট পরে দিল্লি মেট্রো স্টেশনে অবাধ ভ্রমণে দেখা গেল দুই যুবককে।

ডেনিম স্কার্ট পরে দিল্লি মেট্রো স্টেশনে অবাধ ভ্রমণে দেখা গেল দুই যুবককে।

author-image
IE Bangla Web Desk
New Update
viral video, trending Video, Delhi metro latest video, video of boys wearing denim skirt, boys wearing girls clothes in metro, boys wearing skirt in Delhi metro, viral video of boys wearing skirt, shocking video, ajab gazab, offbeat news, Delhi metro news, social media

ডেনিম স্কার্ট পরে মেট্রো স্টেশনে অবাধে ভ্রমণ, যুবকের কাণ্ড দেখে ভিরমি খেল নেটজনতা। দিল্লি মেট্রো বরাবরই সোশ্যাল মিডিয়া শিরোনামে থেকেছে। কখনও বালতি-মগ নিয়ে মেট্রোতেই স্নান তো কখনও আবার বিকিনি পরে দিল্লি মেট্রোয় তোলপাড় ফেলেন এক তরুণী। এবার দিল্লি মেট্রোয় ভাইরাল হয় দুই যুবকের আজব কাণ্ড। ডেনিম স্কার্ট পরে দিল্লি মেট্রো স্টেশনে অবাধ ভ্রমণে দেখা গেল দুই যুবককে। আর এই ভিডিও মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

Advertisment

দিল্লি মেট্রোর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে স্কার্ট পরা দুই যুবক একেবারে সাবলীল ভাবে দিল্লি মেট্রো স্টেশনে ঘোরাফেরা করছেন। দুজনে মেট্রোর ভিতরে প্রবেশ করলে সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা অবাক চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। সেই প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে।

এই ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার হতেই তা ভাইরাল হয়। মানুষজনের অদ্ভুত প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে "আমার মনে হয় আগে পুরুষরা স্কার্ট পরত...তাই তাই না?" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, " মেট্রোর ভিতরে এসব হচ্ছে টা কী! ডিএমআরসি-র উচিত এই ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।"

Viral Video