ডেনিম স্কার্ট পরে মেট্রো স্টেশনে অবাধে ভ্রমণ, যুবকের কাণ্ড দেখে ভিরমি খেল নেটজনতা। দিল্লি মেট্রো বরাবরই সোশ্যাল মিডিয়া শিরোনামে থেকেছে। কখনও বালতি-মগ নিয়ে মেট্রোতেই স্নান তো কখনও আবার বিকিনি পরে দিল্লি মেট্রোয় তোলপাড় ফেলেন এক তরুণী। এবার দিল্লি মেট্রোয় ভাইরাল হয় দুই যুবকের আজব কাণ্ড। ডেনিম স্কার্ট পরে দিল্লি মেট্রো স্টেশনে অবাধ ভ্রমণে দেখা গেল দুই যুবককে। আর এই ভিডিও মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে।
দিল্লি মেট্রোর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে স্কার্ট পরা দুই যুবক একেবারে সাবলীল ভাবে দিল্লি মেট্রো স্টেশনে ঘোরাফেরা করছেন। দুজনে মেট্রোর ভিতরে প্রবেশ করলে সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা অবাক চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। সেই প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে।
এই ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার হতেই তা ভাইরাল হয়। মানুষজনের অদ্ভুত প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে “আমার মনে হয় আগে পুরুষরা স্কার্ট পরত…তাই তাই না?” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ” মেট্রোর ভিতরে এসব হচ্ছে টা কী! ডিএমআরসি-র উচিত এই ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”