scorecardresearch

হার্লে ডেভিডসন বাইকে চেপেই দুধ বিলি, যুবকের কাণ্ডে চোখ কপালে নেটপাড়ার, দেখুন ভিডিও  

মন্তব্যে সকলেই দুধওয়ালাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। জানা গিয়েছে ভিডিওটি উত্তরপ্রদেশের।

viral, trending, UP

দামি বাইকের ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু এবার হার্লে ডেভিডসন বাইকে এক যুবকের বাড়ি বাড়ি দুধ ডেলিভারি করার ভিডিও ভাইরাল হচ্ছে। দামি এই বাইকে দুধের ক্যান ঝুলতে দেখে অবাক সকলেই। দুধ ডেলিভারি তাও আবার হার্লে ডেভিডসনের মত দামি বাইকে যা দেখে রীতিমত চোখ কপালে নেটপাড়ার।  

ভিডিওটি এখন পর্যন্ত ২৯ লক্ষের বেশি মানুষ দেখেছেন। এখন পর্যন্ত এই ভিডিওটিতে ২ লক্ষের বেশি লাইক এসেছে। ভিডিওতে, ব্যাকগ্রাউন্ডে একটি গান বাজছে যাতে দুধ  বিতরণের কথাও উল্লেখ করা হয়েছে। মানুষজন বারবার এই ভিডিও দেখছেন আর যতই দেখছেন ততই অবাক হচ্ছেন সকলে।

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, যুবকটি তার হার্লে ডেভিডসন বাইকে বসে বাড়ি থেকে বের হচ্ছে। বাইকে অনেক দুধের ক্যান ঝুলছে। রাস্তায় এত দামি বাইকে দুধ বিতরণ করতে দেখে চোখ কপালে সকলের। মন্তব্যে সকলেই দুধওয়ালাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। জানা গিয়েছে ভিডিওটি উত্তরপ্রদেশের।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Milk man viral video on harley davidson