Advertisment

মেক ওভারে চমকে বিশ্ব, মুখ চেনাই দায় তরুণীর…দেখুন সেরা শিল্পকর্ম

ভাইরাল এই ভিডিওটি হাজার হাজার মানুষ শেয়ার করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
viral video, bizarre, shocking video, trending news, trending videos, amazing talent, viral makeup video, makeup artist viral video

মেক ওভারে চমকে বিশ্ব, মুখ চেনাই দায় তরুণীর…। ভাইরাল হয়েছে এমনই এক শোরগোল ফেলা ভিডিও। যা দাবানলের মতই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

Advertisment

মেকআপের মাধ্যমে নিজেকে সুন্দর ও আকর্ষনীয় করে তোলা প্রায় প্রতিটি মেয়েরই পছন্দ। সম্প্রতি এক মেকআপ আর্টিস্টের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আপনার মাথা চক্কর দিতে শুরু করবে। ভাইরাল এই ভিডিওটি হাজার হাজার মানুষ শেয়ার করেছেন।

অনেক মেকআপ শিল্পী আছেন যারা তাদের শিল্পকর্মে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই শিল্পীদের মধ্যে কেউ কেউ আবার তাদের চমৎকার শিল্পের কারণে মানুষের মধ্যে বিখ্যাত হয়ে ওঠেন। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মেকআপ আর্টিস্ট মিমি চোইয়ের একটি ভিডিও। ভাইরাল হওয়া এই ভিডিওতে তার শিল্পকর্ম মানুষের চোখ ধাঁধিয়ে দিয়েছে। এমন মেক আপ দেখে আপনিও অবাক হবেন। ভিডিওতে দেখা যায়, মিমি চোই মুখে এমন মেক-আপ করেছেন যে মুখটা কোন দিকে তা বোঝা যাচ্ছে না। মিমির মেকআপের পর মনে হচ্ছে কেউ যেন মাঝখান থেকে মুখ কেটে ৯০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। এমন শিল্পকর্ম আপনি খুব কমই দেখেছেন।

এই ভিডিওটি @HOW_THINGS-WORK নামের পেজ থেকে মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি 272.3K ভিউ পেয়েছে। এই চমৎকার শিল্পকর্মটি দেখার পর, লোকেরা বিস্মিত হয়েছেন। অনেকেই কমেন্ট সেকশনে তাদের মতামত ভাগ করে নিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন - সত্যিই আমার মাথা ঘুরে গিয়েছে। অন্য একজন ব্যবহারকারী বলেছেন- তিনি মেকআপকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন।

viral
Advertisment