ভাবিজি পাঁপড় খেলেই করোনা থেকে রেহাই পাওয়া যাবে। এমনই আশ্বাসবাণী দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। যা নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া। তবে এমনি কোনও জনসভায় বলেননি। পাঁপড়ের এন্ডোর্সমেন্ট করতে গিয়েই এমনটা বলে ফেলেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিজ্ঞাপনে বলছেন, এই পাঁপড়ে এমন উপাদান রয়েছে যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরে তৈরি করে অ্যান্টিবডি যা করোনা মোকাবিলায় কাজ করে। তারপরেই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে এই ভিডিও।
ভারী শিল্পের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুনলাল মেঘওয়াল। তাঁকে আবার সেই ভিডিওয় দেখা গিয়েছে সেই পাঁপড় সংস্থার মালিক সুনীল বনশালিকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য। জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর 'আত্মনির্ভর' ভারতের প্রকল্পে এই সংস্থা এগিয়ে যাবে। আরো সফল হবে।
এই ভিডিওটি যদিও কেন্দ্রীয় মন্ত্রীর সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে শেয়ার করা হয়নি। বরং হোয়াটসএপে প্রথম শেয়ার করা শুরু হয়। তারপর টুইটারে পোস্ট হতেই তা ভাইরাল।
Watch: MoS Arjun Ram Meghwal launches Bhabhi ji papad, says it will help people fight Corona Virus.
“It will be very helpful in fighting Corona Virus and in developing antibodies” he says. pic.twitter.com/2485cSdI31
— LearnLifeWealthTravel | Dream Big, Think Growth !! (@AnyBodyCanFly) July 24, 2020
hope he charges good amount for endorsement. Govt can't just rely only on petrol tax...
— Siddhant Kumar (@SiddhantK12) July 24, 2020
Wasn't India #atmanirbhar in papads even before Bhabhji Papad?????
— himanshu (@hsmehta) July 24, 2020
Can't stop.laughing :-)
— BRAND HOUSE (@brandhousebhl) July 24, 2020
The joke is on us.
— Wilmer Banker (@BankerWilmer) July 24, 2020
???? ???? ???? any buttom for ????
— soumitra basu (@basu4soumitra) July 24, 2020
मैं #VocalForLocal की मुहिम का समर्थन करते हुए बीकानेर के सुप्रसिद्ध पापड़, भुजिया और रसगुल्ले को promote करता हूँ।आप सभी से स्थानीय उत्पादों के बारे में #Vocal बनने की विनम्र अपील करता हूँ ताकि #AatamNirbharBharat अभियान के अन्तर्गत इस मुहिम को और आगे बढ़ाया जा सके। pic.twitter.com/JnBY4KpgJL
— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) July 24, 2020
Morning - I drink gaumutra
Lunch- I have Patanjali’s Coronil
Evening- I chant 100 times ‘Go corona go’
Dinner- I have started eating Bhabhiji #PapadNow I don’t need the vaccine. pic.twitter.com/TXWu1Nq8Tw
— Harsh Goenka (@hvgoenka) July 24, 2020
পাঁপড় সংস্থার নির্মাতা জানিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জৈব উপাদান, তেঁতুল, কালো জিরা, তুলসি, হিং, মুগ ডাল, উরুত ডাল, নুন এবং অন্যান্য মশলা এতে ব্যবহার করা হয়েছে।
শুক্রবার অর্জুনলাল মেঘওয়াল নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে রাজস্থানের পাঁপড় ও ভুজিয়া নিয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাঁকে। 'ভোকাল ফর লোকাল'-এর বার্তা দিয়ে স্থানীয় দেশজ প্রোডাক্ট ব্যবহারের পক্ষেও সওয়াল করেন তিনি। অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের ট্যাগ করে এই ইস্যুতে আরো বার্তা দেওয়ার কথাও বলেন তিনি।
তবে ঘটনা যাই হোক, পাঁপড় আর ভুজিয়ার ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।