Advertisment

এক্সপ্রেস চালানো থেকে সিগনাল কন্ট্রোল, রেলের কঠিন দায়িত্ব সামলাচ্ছেন মহিলারা

যার ভিডিও ও ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরেছে ভারতীয় রেল। নারী দিবসের আগে যা মন কেড়েছে নেট নাগরিকদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতীয় রেলওয়েতে যতদিন যাচ্ছে বাড়ছে মহিলা কর্মচারীর সংখ্যা। সোশাল মিডিয়ায় এমনই বার্তা দিয়েছে রেল। যে সমস্ত পদে আগে মহিলা থাকত না সেই সমস্ত কঠিন কাজে নিয়োগ করা হচ্ছে মহিলাদের।যার ভিডিও ও ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরেছে ভারতীয় রেল। নারী দিবসের আগে যা মন কেড়েছে নেট নাগরিকদের।

Advertisment

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, ব্যাঙ্গালুরু থেকে রাজ্য রানি এক্সপ্রেস চালিয়ে মাইসোর যাচ্ছে দুই মহিলা। যা মন কেড়েছে সোশাল মিডিয়ার। আরও একটি পোস্ট করেছে ভারতীয় রেল যাতে দেখা যাচ্ছে, প্রথম এসি সাবার্বান ট্রেন, যেখানে সমস্ত পদে থাকবেন মহিলারা।

আরও একটি পোস্ট করেছে, যেখানে উল্লেখ রয়েছে, আলমা খান, ডেপুটি স্টেশন সুপার। হাবিবগঞ্জে সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল চারটে পর্যন্ত হাবিবগঞ্জ স্টেশনের প্যানেল কন্ট্রোল রুমে ট্রেন পরিচালনা করছেন।

indian railway
Advertisment