New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/beirut-baby.jpg)
এরই মধ্যে জন্ম হয় সন্তানের। কিন্তু কীভাবে। ছুটে আসে আন্য ডাক্তার ও নার্সরা। প্রকৃতির নিয়মেই প্রসব হয়।
এ যেন এক মিরাকল। তখন অ্যামোনিয়াম সালফেটের বিভীষিকা হামলায় তছনছ সাজানো গোছানো বেইরুট। ভেঙে গিয়েছে অপারেশন থিয়েটার, কোথায় ওষুধ কোথায় ছুরি কাঁচি, কোথায় ইমজেকশন ..... হঠাত্্ অন্ধকার নেমে এসেছে। এদিকে কানে তালা পড়ে গিয়েছে। ডাক্তার নার্স সকলে আহত হয়ে মাটিতে পরে। কাঁচে ভরে গিয়েছে মায়ের গোটা শরীর। এদিকে শুরু হয়েছে প্রসব যন্ত্রণা। ঘটনার কয়েক সেকেন্ড আগে সন্তানের জন্ম মুহূর্ত ধরে রাখার জন্য ফোনের ক্যামেরা অন করেছিলেন হবু বাবা। আর তাতেই বন্দী হয় ভয়ঙ্কর মুহূর্ত।
কিন্তু এরই মধ্যে জন্ম হয় সন্তানের। কিন্তু কীভাবে। ছুটে আসে আন্য ডাক্তার ও নার্সরা। প্রকৃতির নিয়মেই প্রসব হয়।
বাবা এডমাউন্ড বলেন, আমি ভাবতেই পারছি না আমি বেঁচে আছি। আমার স্ত্রী, বাচ্চা আমি সুস্থ। কোনও রকম মেডিক্যাল সাহায্য ছাড়াই প্রকৃতির নিয়মে জন্ম নেয় সন্তান। যখন প্রসব হচ্ছে, তখন চতুর্দিকে কাঁচ ছড়ানো। আহত, নার্স ডাক্তাররা মাটিতে পরে। অন্ধকার অপারেশন থিয়েটার। বাইরের যেটুকু আলো ঢুকছিল। তাতেই ডেলিভারি হয়।