/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/boy_759_fb.jpg)
সাইকেল চালাচ্ছিল মিজোরামের ছোট্ট খুদে। নাম ডেরিক সি লালচনহাইমা। হঠাৎই তার সাইকেলের সামনে এসে পড়ে প্রতিবেশির মুরগির ছানা। কিন্তু যথাসময়ে সাইকেল থামাতে পারেনি ডেরিক। চাপা দিয়ে দেয় ছানাটিকে।
সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে নিজের জমানো দশ টাকা নিয়ে আসে ডেরিক। একহাতে মুরগির ছানা, অন্যহাতে দশ টাকা নিয়ে দৌড়ে যায় নিকটবর্তী হাসপাতালে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে মুরগির ছানাকে বাঁচিয়ে তোলার জন্য অনুরোধ করে।
মুরগির প্রতি শিশুটির সহানুভূতি এবং অপরাধবোধ নেট নাগরিকদের মন কেড়েছে, বলাই বাহুল্য। প্রতিবেশীর মুরগির বাচ্চাটিকে সাইকেল চাপা দিয়ে অপরাধবোধে অনুতপ্ত শিশুটি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/2-2-1.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/2-3.jpg)
সোশ্যাল মিডিয়ায় তামাম নেটিজেনদের হাতে ইতিমধ্যেই ভাইরাল শিশুটির ছবি। শেয়ার হয়েছে প্রায় ৮৭ হাজার বার। দুর্ভাগ্যের কথা, শিশুটির বাবা জানিয়েছেন, শেষ রক্ষা হয়নি। ডেরিক ছানাটিকে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারেনি।
সেন্ট পিও স্কুল সাইরাংয়ে পড়ে ওই ছোট্ট খুদে। মুরগির ছানার প্রতি তার সহানুভূতিকে স্বীকৃতি দিতে স্কুল থেকে পুরস্কার দেওয়া হয়েছে ডেরিককে।
Read the full story in English