New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/viral-news.jpg)
চলছে ভলিবল মিজোরাম স্টেট গেমস ২০১৯। ম্যাচ চলাকালীন সম্প্রতি এক খেলোয়ারের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তিনি টুইকুম কেন্দ্রের খেলোয়াড় লালভেন্তলুয়াঙ্গি।
Advertisment
ভলিবল ম্যাচের বিরতির সময় যখন দুইদল বিশ্রাম নিচ্ছে। তখন তাঁর সাত মাসের সন্তানকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছেন লালভেন্তলুয়াঙ্গি। হাফ টাইমের পর ফের ম্যাচে যোগ দিলেন সেই খেলোয়ার। একজন মা তাঁর খেলোয়ারি সত্ত্বা ও মাতৃত্বকে একইসঙ্গে পালন করছেন, সম্প্রতি এই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। এই ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর মিজোরামের ক্রীড়ামন্ত্রী সম্পূর্ণ ঘটনাটি জানতে পারলে লালভেন্তলুয়াঙ্গিকে ১০,০০০ টাকার পুরস্কার দেওয়ার বার্তা ঘোষণা করেছেন।