শিশুদের মোবাইল আসক্তি রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। জন্মের পর থেকেই শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে যা নিয়ে বারে বারে সাবধান করেছেন বিশেষজ্ঞরা। তবে সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে তা দেখে ঘুম উড়েছে নেটপাড়া। শিশুদের মত মোবাইলে মগ্ন কুকুরছানাও। বালিশে হেলান দিয়ে দিব্যি পপির কার্টুন দেখার ভিডিও ভাইরাল।
Advertisment
শিশুদের খাবার খেতে বা মোবাইলে কার্টুন দেখতে দেখতে ঘুমানোর কথা সকলেরই জানা। এখন সাধের পোষ্যের মোবাইল প্রেম অবাক করেছে সকলকে। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে একটি ভিডিও। যেখানে একটি গোল্ডেন রিট্রিভারকে শুয়ে মোবাইলে কার্টুন দেখ্যে দেখা যাচ্ছে। কুকুরের স্টাইল দেখে সকলেই তো অবাক।
ভিডিওতে দেখা যাচ্ছে, 'গোল্ডেন রিট্রিভার' প্রজাতির একটি কুকুর নরম বিছানায় শুয়ে আছে এবং তার কাছে একটি স্মার্টফোন রাখা হয়েছে, যাতে সে একটি কার্টুন দেখছে। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে 'অ্যানিমেল লাভার্স' হ্যান্ডেলের মাধ্যমে।
এই ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে, "সবাই কি এভাবেই তাদের সপ্তাহান্ত কাটায়"। ক্লিপটি ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং নয় মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এটি পছন্দ করেছেন এবং ২৭ হাজার মানুষ এটিতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ভিডিও নিয়ে নেটিজেনরা মজার মজার মন্তব্য করছেন। কেউ কেউ কুকুরটিকে ডিজিটাল কুকুর বলে উল্লেখ করেছেন।