কেউ বলছেন আইনস্টাইন, কেউ বা জিনিয়স, দেখে নিন খুদের খেল

শিশুরা খুব কমই তাদের হোমওয়ার্ক করতে পছন্দ করে, তবে প্রযুক্তির সাহায্যে চটজলদি তা হয়ে গেলে তো কথাই নেই। ঠিক সেরকমই পড়াশোনা করার সহজ উপায় খুঁজে নিয়েছে ছ'বছরের এক শিশু।

শিশুরা খুব কমই তাদের হোমওয়ার্ক করতে পছন্দ করে, তবে প্রযুক্তির সাহায্যে চটজলদি তা হয়ে গেলে তো কথাই নেই। ঠিক সেরকমই পড়াশোনা করার সহজ উপায় খুঁজে নিয়েছে ছ'বছরের এক শিশু।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড়ো ধরা। পড়াশোনা করতে গিয়ে আপনি কত বার কী কী উপায়ে চুরি করেছেন? বইয়ের পাতা ছিড়ে, আগেভাগে বেঞ্চে লিখে রেখে, লুকিয়ে লুকিয়ে বইয়ের পাতা উল্টে, পাশের বন্ধুর খাতা দেখে, নাকি চিরকুট নিয়ে? তাহলে জেনে রাখুন, এসব এখন ব্যাকডেটেড। সম্প্রতি অ্যামাজনের অ্যালেক্সা পেছনে ফেলে দিয়েছে এসব পন্থাকে।

Advertisment

শিশুরা খুব কমই হোমওয়ার্ক করতে পছন্দ করে, তবে প্রযুক্তির সাহায্যে চটজলদি তা হয়ে গেলে তো কথাই নেই। ঠিক সেরকমই হোমওয়ার্ক করার সহজ উপায় খুঁজে নিয়েছে ছ'বছরের এক শিশু। অ্যালেক্সাকে প্রশ্ন করে জেনে নিচ্ছিল সমস্ত না জানা উত্তর, সঙ্গে কষে ফেলছিল কঠিন অঙ্কও। কিন্ত শেষ রক্ষা হল না। মায়ের কাছে ধরা পড়ে গেল খুদেটি। সেই ভিডিওই মা শেয়ার করেছেন টুইটারে। কিন্তু আমাদের নায়কের বুদ্ধির তারিফ করে নেটিজেনদের হাতে ভাইরাল ভিডিও। কেউ বলেন আইনস্টাইন, কেউ বা বলেন জিনিয়াস।

Advertisment

মা কিউভা জানিয়েছেন "আমি প্রথমে ওকে দেখছিলাম অঙ্কের সমস্যা মুখে বলে সমাধান করে নিতে, তখনও বুঝতে পারি নি, শেষে তাকে বলতে শুনি ধন্যবাদ অ্যালেক্সা।"

Read the full story in English

viral