Advertisment

'ভাত-ঘুমে' বাঁদর, ঢুলু ঢুলু নিদ্রার ভিডিওয় মজা সকলের

অনেকেই বাঁদরের ঘুমের সঙ্গে নিজেদের অবস্থার মিল খুঁজে পেয়েছেন। একজন ইউজার লিখেছেন, ষষ্ঠ শ্রেণিতে হাফ ইয়ারলী পরীক্ষার সময় আমার সঙ্গে এমনটা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিজের অজান্তেই ঘুমিয়ে পড়া। আবার হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়ার পর নিজের অবস্থায় বিব্রত হওয়া। এমনটাই মানুষের ক্ষেত্রে প্রায়ই ঘটে থাকে। তবে এমনই এক ঘুম দিয়ে শিরোনামে এক বাঁদর।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় আপাতত আলোচনা সেই বাঁদরকে নিয়েই। ১৪ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে দেখা গিয়েছে একটি বাঁদর গাছের ছায়ায় বসে রীতিমত ঘুমিয়ে পড়েছে। বসে বসেই ঢুলছে সে। এরপর আচমকাই কোনো এক শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। তারপরেই চারপাশ দেখে নেই সবকিছু ঠিকঠাক আছে তো!

আরও পড়ুন

একলা ঘরে বান্ধবীকে ‘প্রস্তাব’ দিতেই অগ্নিকান্ড, দমকল ডাকতে হল শেষে

বাঁদরের এই ঘুমের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়াই হিট। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বনবিভাগের আধিকারিক সুধা রমন। তারপরেই এই পোস্ট ভাইরাল। কয়েক হাজার ভিউয়ারের পাশাপাশি লাইক, কমেন্টের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। প্রত্যেকেই বাঁদরের ঘুম দেখে আমোদিত। এতটাই নেটিজেনদের কাছে পৌঁছে যায় এই ভিডিও যে স্বয়ং আইপিএস অফিসার অরুন বোথরাও এই ভিডিও শেয়ার করেছেন। তিনি আবার মজা করে ক্যাপশনে লিখেছেন, "ছোটখাটো ব্রেকফাস্ট করার পরে তিন ঘণ্টার পিটি, প্যারেডে এবং আর্মস ডিলিং করার পরে ইনডোর ক্লাসে যাওয়ার পর সবার এমন অবস্থা হয়।"

অনেকেই বাঁদরের ঘুমের সঙ্গে নিজেদের অবস্থার মিল খুঁজে পেয়েছেন। একজন ইউজার লিখেছেন, 'ষষ্ঠ শ্রেণিতে হাফ ইয়ারলী পরীক্ষার সময় আমার সঙ্গে এমনটা হয়েছিল। কারণ আগের দিন সারারাত ভিডিও গেম খেলেছিলাম।' অন্য একজন লিখেছেন, 'আমার সঙ্গে এমনটা হয়েছিল কলেজে ক্লাস চলাকালীন। তবে ম্যাডাম সবার সামনে আমাকে অপদস্থ করেননি। তিনি নিঃশব্দে আমার পাশের বন্ধুকে ইঙ্গিত দিয়ে ঘুম ভাঙিয়ে আমার দিকে তাকিয়ে হেসেছিলেন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral news wildlife
Advertisment