New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/viral-video.jpg)
এমন সময় হঠাই ছুট্টে এসে শিং ধরে ঝুলে পরে। এক পাক দোল খেয়ে সটাং চড়ে বসে মাথায় একেবারে দুই শিংয়ের মাঝে।
বাঁদরের মাথায় যে বাজে বুদ্ধির বাস, তা বেশ কিছু ক্ষেত্রে স্পষ্ট। সোশাল মিডিয়া মারফত এমন বহু ভিডিওতে দেখা গিয়েছে বাঁদরের অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানা। করোনার নমুনা নিয়ে পালিয়ে যাওয়া থেকে শুরু করে চিতাবাঘকে ভেলকি দেখানো। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বাঁদরের বাচ্চাটি ছাগলের শিং ধরে দুলছে।
ছাগলটি মাথায় লম্বা লম্বা দুটি শিং। বাঁদরের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে রয়েছে সে। ভিডিও দেখে মনে হবে, ছাগলটি আগে থেকেই ঠাহর করতে পেরেছিল, যে বাঁদরের বাচ্চাটি কিছু একটা বদমাইশি বুদ্ধি এঁটেছে। এমন সময় হঠাই ছুট্টে এসে শিং ধরে ঝুলে পরে। এক পাক দোল খেয়ে সটাং চড়ে বসে মাথায় একেবারে দুই শিংয়ের মাঝে। যা দেখে হেসে লুটোপুটি নেটপাড়া।
Monkeys mind can run into all kinds of thoughts ????
????Merlin pic.twitter.com/j42eE5gkfQ
Ready for Savaari ????
— Sravani (@sravani950570) June 6, 2020
Goat riding!
— Profarmer (@Profarmer9) June 6, 2020