New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_daf33c.jpg)
ভক্তিমূলক এই ভিডিওটি দেখে অনেক ব্যবহারকারীর চোখ-মুখে ফুটে উঠেছে আনন্দ ও বিশ্বাসের এক মিশ্র অনুভূতি
ভক্তিমূলক এই ভিডিওটি দেখে অনেক ব্যবহারকারীর চোখ-মুখে ফুটে উঠেছে আনন্দ ও বিশ্বাসের এক মিশ্র অনুভূতি
ভক্তিমূলক এই ভিডিওটি দেখে অনেক ব্যবহারকারীর চোখ-মুখে ফুটে উঠেছে আনন্দ ও বিশ্বাসের এক মিশ্র অনুভূতি
বজরঙ্গবলীর পা ছুঁতে প্রাণপাত ভক্তের, ভিডিও দেখে ভক্তিতে মন ভরে যাবে। উঁচু টাওয়ারে উঠে বজরংবলীর পা ছুঁয়ে মাথা নত করে তাঁকে প্রণাম করতে দেখা যায়। এমন ভিডিও দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠাণ্ডা স্রোত বইতে শুরু করবে।
ভক্তিমূলক এই ভিডিওটি দেখে অনেক ব্যবহারকারীর চোখ-মুখে ফুটে উঠেছে আনন্দ ও বিশ্বাসের এক মিশ্র অনুভূতি। ভগবান শ্রী রাম ও বজরংবলীর প্রতি ভক্তের এমন ভক্তিতে দেখে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না সোশ্যাল মিডিয়ায় থাকা মানুষজন।
ভক্তের অনন্য ভক্তির এমনই একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে বজরঙ্গবলীর পা ছুঁতে মাটি থেকে কয়েক ফুট উপরে উঠে ঈশ্বরপ্রেম সকলের মন ছুঁয়ে গিয়েছে।
ভক্ত ও ভগবানের এই আশ্চর্যজনক মেলবন্ধনের এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অ্যামি শর্মা নামের এক ইন্সটা ইউজার। এই ভিডিওতে একটি মন্দির দেখা যাচ্ছে এবং এর সামনে একটি বড় লাল টাওয়ার দেখা যাচ্ছে। ভিজ্যুয়ালগুলি কিছুটা অন্ধকার, যার কারণে বাস্তব দৃশ্যটি দেখতে কিছুটা অসুবিধা হতে পারে। আপনি জুম করার সঙ্গে সঙ্গে টাওয়ারে ভগবান বজরংবলীর মূর্তি দেখতে পাবেন এবং আপনি যদি ভাল করে লক্ষ্য করেন তবে আপনি সেই মূর্তির নীচে বসে থাকা একটি বানর ছানাকেও দেখতে পাবেন। এই বানর শুধু ভগবানের মূর্তির দিকে তাকিয়ে আছে। ভিডিও দেখে ভক্তদের চোখ জলে ভরে যায়
অনেকেই ভক্ত ও ভগবানের এই ভিডিওটিতে কমেন্ট করে জয় শ্রী রাম লিখেছেন । এক ভক্ত লিখেছেন, এই দৃশ্য দেখে তার চোখ জলে ভরে গেছে। এখন পর্যন্ত এটি 8 লাখ 32 হাজারের বেশি লাইক পেয়েছে।