New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-165.jpg)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এতে একটি বাঁদরকে ফুচকা খেতে দেখা যাচ্ছে।
রাস্তার ধারে ফুচকার স্টল সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। সাধারণ মানুষের ভিড় এমনিতেই উপচে পড়ে। তবে নেহাতই এক অচেনা অতিথিকে দোকানে আসতে দেখে খানিক চমকে যায় বিক্রেতা। বলা-কওয়ার কোন বালাই নেই। এসে বসেই ফুচকা খেতে ব্যস্ত হয়ে পড়ে এই অচেনা অথিতি। তাকে দেখে রাস্তার প্রান্তে ভিড় জমে গিয়েছে মানুষের মধ্যে।
আসলে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। গুজরাট থেকে ভাইরাল হওয়া এই ক্লিপে একটি বাঁদরকে ফুচকার স্বাদ উপভোগ করতে দেখা গিয়েছে। যা দেখে সকলেই অবাক।সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রদূতের প্রশংসার পর থেকেই ফুচকা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে! আর সেই স্বাদ চেখে দেখতে ফুচকা স্টলে সটান হাজির বাঁদর।
সুস্বাদু এই স্ট্রিট ফুড কেবল মানুষেরই প্রিয় নয়, পশুদেরও প্রিয়! গুজরাটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এতে একটি বাঁদরকে ফুচকা খেতে দেখা যাচ্ছে। মজার দৃশ্য দেখতে স্টলের কাছে প্রচুর মানুষ জড়ো হয়েছিল।