New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/monkey-in-SBI-atm.jpg)
অপরাধীর মুখ দেখতে সিসিটিভি ফুটেজ চেক করতে বসে পুলিশ।
এটিএম ভেঙে ফেলছে দুষ্কৃতীরা। সর্বনাশ! তবে এখনও টাকা হাতিয়ে নেওয়ার খবর আসেনি। টাকা হাতিয়ে নেওয়ার আগেই পৌঁছাতে হবে এটিএমে। তড়িঘড়ি করে দক্ষিণ দিল্লীর একটি এটিএমে পৌঁছায় পুলিশ। গিয়ে দেখেন সামনের অংশ ভেঙে ঝুলছে। সিটিটিভি তখনও অন। বোধ হয় দুষ্কৃতীরা সিসিটিভি লক্ষ্য করেননি। এরপর অপরাধীর মুখ দেখতে সিসিটিভি ফুটেজ চেক করতে বসে পুলিশ। "একী এ যে বাঁদর!" ফুটেজ দেখে তো কপালে হাত ৷
ফুটেজে দেখা যাচ্ছে, তিনি অকারণে, এটিএম মেশিনে উঠে, সেটি ভাঙার চেষ্টা করছেন। বেশি কসরত করার আগেই ভেঙে যায় এটিএম মেশিন। এর উপর উঠে তিনি বাকি অংশ খোলার চেষ্টা করেন। কিন্তু না পেরে কোনো ব্যাক্তি আসার আগেই চম্পট দেন। নেটিজেনদের অনেকই মন্তব্য করেছেন, বাঁদরের হয়ত দেখার ইচ্ছা জেগেছে, কীভাবে একটা মেশিন থেকে টাকা বের হচ্ছে।
দেখুন ভাইরাল ভিডিও...
#WATCH A monkey damages an ATM of State Bank of India in South Avenue area of Delhi. (Video source: Delhi Police) pic.twitter.com/pZunh3h7Sy
— ANI (@ANI) May 6, 2020
Read the full story in English