Advertisment

Viral: প্রবল ঠাণ্ডা থেকে বাঁচতে হিটারের সামনে চুপচাপ বসে বাঁদরছানা, সাহায্যে পুলিশ কর্মী, ভিডিও ভাইরাল

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ কমিশনার ক্যাম্প অফিসে ঢুকে হিটারের সামনে বসে আছে একটি বাঁদর ছানা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bandar ka video, viral video, viral news, Monkey video, Monkey viral video, Monkey in Police Commissonerate office, Police Commissonerate office, kanpur nagar, monkey sat in front of heater to protect himself from winter,

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ কমিশনার ক্যাম্প অফিসে ঢুকে হিটারের সামনে বসে আছে একটি বাঁদর ছানা।

উত্তর ভারত সহ দেশের বিস্তৃর্ণ অংশে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহে মানুষের পাশাপাশি নাজেহাল অন্যান্য প্রাণীরাও। এর মাঝেই একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ভিডিওটি দেখার পর মানুষ উত্তরপ্রদেশ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ কমিশনার ক্যাম্প অফিসে ঢুকে হিটারের সামনে বসে আছে একটি বাঁদর ছানা। হিটারের সামনে বসে নিজেকে গরম করছে সে। ঠান্ডায় এতটাই কাবু হয়ে গিয়েছে বাঁদর ছানাটি সে হিটারের সামনে চুপচাপ বসে আছে। এ সময় অফিসে কর্মরত পুলিশ কর্মীরাও তাকে তাড়াচ্ছেন না, বরং আদর করছেন এবং সম্পূর্ণ স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন।

মাইক্রোব্লগিং সাইট এক্স-এ ভিডিওটি শেয়ার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এই ভিডিওটি পোস্ট করার সময়, ইউপি পুলিশ ক্যাপশনে লিখেছেন- ঠান্ডায় কাঁপতে থাকা একটি বাঁদর যখন হঠাৎ করে পুলিশ কমিশনার ক্যাম্প অফিসের ভিতরে ঢুকে হিটারের সামনে বসে, তখন কর্তব্যরত এসআই অশোক কুমার গুপ্ত তার সমস্যা বুঝতে পেরে তাকে যন্ত করেন। কিছুক্ষণ পর বাঁদরটি কোনো ক্ষতি না করে চলে যায়। ভিডিওটি লেখা পর্যন্ত ৪০ হাজার মানুষ দেখেছেন। ভিডিওটিতে হাজার হাজার মানুষ মন্তব্যও করেছেন।

viral
Advertisment