New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-98.jpg)
মিষ্টি প্রেমেই মন জয়! কুকুর-বাঁদরের এমন বন্ধুত্ব অবাক করবেই
লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন
মিষ্টি প্রেমেই মন জয়! কুকুর-বাঁদরের এমন বন্ধুত্ব অবাক করবেই
হঠাৎ কুকুরের প্রতি ভালবাসা বাঁদরের। এমনই এক অনন্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এমন সখ্যতার ভিডিও মন জয় করে নিয়েছে নেটপাড়ার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, জার্মান শেফার্ড কুকুরটি ছাদে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করে একটি বাঁদর এসে তাকে জড়িয়ে ধরে আদর করে। এমন ভিডিও মন করেছে নেটপাড়ার।
শিশু এবং পশুপাখির ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি মানুষজন পছন্দ করেন। এমনই একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হঠাৎ একটি বাঁদরের কুকুরের প্রতি ভালোবাসার ভিডিওটি দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। কুকুর ও বাঁদরের এমন প্রেমের ভিডিও দেখে আবেগে ভেসে গিয়েছে নেটদুনিয়া।
ভাইরাল এই ভিডিওটি @adorable.monkey নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। হাজার হাজার মানুষ এই ভিডিওটি লাইক করেছেন এবং অনেকেই ভিডিওতে সুন্দর মন্তব্যও করেছেন। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।