রাতারাতি লাখ লাখ টাকার মালিক, বানরের কেরামতি চমকে দেবে!

ভাবছেন বানর কীভাবে লাখ লাখ টাকার মালিক হল?

ভাবছেন বানর কীভাবে লাখ লাখ টাকার মালিক হল?

author-image
IE Bangla Web Desk
New Update
"Rampur News,UP news,Uttar Pradesh News,UP news in Hindi,UP Hindi news,latest UP news,today news,Monkey snatches bag containing lakh in UP,Monkey snatches bag full of Rs 1.5 lakh rupees,Monkey snatches bag climbs on tree,Shocking video,Monkey,monkey viral video,trending video

এক ধাক্কায় রাতারাতি লাখপতি হয়ে গেল এক বানর।

ছেঁড়া কাথায় শুইয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে কে না চায়! কিন্তু ভাবুন, স্বপ্ন যদি রাতারাতি বাস্তবে পরিণত হয়ে যায় তাহলে কেমন হবে? তেমনই এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে যেখানে রাতারাতি লাখ লাখ টাকার মালিক হয়ে উঠেছেন এক বানর। অবাক হলেন? সেটাই স্বভাবিক! ভাবছেন বানর কীভাবে লাখ লাখ টাকার মালিক হবে?

Advertisment

দলিল নিতে আসা ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পগার পার এক বানর! রেজিস্ট্রি অফিসে আসা ব্যক্তির মোটরসাইকেলে রাখা থেকে দেড় লাখ টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল বানর। দেখুন এরপর কী হল জানলে অবাক হবেন।

এক ধাক্কায় রাতারাতি লাখপতি হয়ে গেল এক বানর। দলিল নিতে রেজিস্ট্রি অফিসে আসা এক ব্যক্তির মোটরসাইকেল রাখা দেড় লাখ টাকার ব্যাগ নিয়ে নিয়ে বানর পালিয়ে গেলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হট্টগোল শুনে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়, গাছে উঠে রিতীমত চলে কসরত।

Advertisment

মোটরসাইকেল পার্ক করে আইনজীবীর সঙ্গে যাবতীয় হিসাব-নিকাশ পর্ব সারতে থাকেন ওই ব্যক্তি। এরই মধ্যে ব্যাগে রাখা লাখ টাকা নিয়ে বানরটি পালিয়ে যায়। ঘটনাটি দেখে হতবাক হয়ে যায় ওই ব্যক্তি, শোরগোল শুনে আইনজীবী ও অন্যান্য গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বানরটিকে তাড়া করতে থাকে। এরপর অনেক চেষ্টার পর নিজের টাকা ফিরে পান ওই ব্যক্তি।

viral