New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-117.jpg)
চলন্ত বাসে বাঁদরের বাঁদরামি
চলন্ত বাসে বাঁদরের বাঁদরামি।
চলন্ত বাসে বাঁদরের বাঁদরামি
চলন্ত বাসে বাঁদরের বাঁদরামি। সিটের ওপর বসে যাত্রীর মাথায় হাত বোলাতে দেখা যাচ্ছে বাঁদর ছানাকে। এমনই এক ভিডিও ভাইরাল হতে হেসে খুন নেটপাড়ার মানুষজন।
আজকাল, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করছে, যা দেখে আপনিও হাসি থামাসে পারবেন না। এই ভিডিওটি লখনউ সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাসের, যা যাত্রীরা যাতায়াতের জন্য ব্যবহার করে, কিন্তু আজকাল একটি বাঁদর এই বাসে ভ্রমণের জন্য পাগল। মাঝে মাঝে যাত্রী ভর্তি বাসে উঠে মানুষকে ভয় দেখায়। আবার কখনও তাকে দেখা যায় কোন যাত্রির মাথায় হাত বুলাতে।
#लखनऊ
दुबग्गा पर लखनऊ सिटी की बस में बन्दर घुसने से यात्रियों में मची अफरा तफरी
बुजुर्ग यात्री के सर पर बैठा बन्दर, बस में बैठे यात्री बस के बाहर निकले #Viral_video pic.twitter.com/ZVBMw5aQMF— bobby singh chauhan (@Bobbysingh1239_) December 11, 2023
ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে একটি বাঁদর প্রথমে একটি রোডওয়েজ বাসে ওঠে এবং তারপর একটি সিট দখল করে। বাসে বাঁদর দেখে সকলেই ভয়ে কাঁটা। ভিডিওতে দেখা যাবে কীভাবে বাঁদরটি একজন বৃদ্ধের পিঠে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এসময় বৃদ্ধাকে কিছু না করে চুপচাপ বসে থাকতে দেখা যায়।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল এই ভিডিওতে দেখা যায় দীর্ঘক্ষণ বাস থেকে বাঁদর না নামায় যাত্রীরাই বাস থেকে নেমে পড়তে বাধ্য হন।