New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-126.jpg)
মশাদের দখলে গোটা বিমান, তাণ্ডবে বিমানে প্রাণ ওষ্ঠাগত যাত্রীদের..., চলল নিধন, দেখুন ভিডিও
প্লেনে বসে থাকা যাত্রীরা কার্ডবোর্ড দিয়ে মশা তাড়াচ্ছেন।
মশাদের দখলে গোটা বিমান, তাণ্ডবে বিমানে প্রাণ ওষ্ঠাগত যাত্রীদের..., চলল নিধন, দেখুন ভিডিও
মর্মান্তিক ঘটনার একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই বিমানে মশার ঝাঁকে অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রিরা। মশা বিমানের সর্বত্র ঘুরে বেড়াতে থাকে এবং যাত্রীদের কামড়াতে থাকে। বিমান ছাড়ার আগেই এই ঘটনা ঘটে। পুরো ফ্লাইটে মশা আতঙ্ক সৃষ্টি করে। যাত্রীদের হয়রানি চরমে পৌঁছায়। কেবিন ক্রুরা মশার মারার স্প্রে নিয়ে এসে বিমানে স্প্রে করতে থাকেন। বিমানে মশার সংখ্যা এতই বেশি ছিল যে সেগুলিকে মারতে বেশ খানিক সময় ধরে বিমানের ভিতর স্প্রে করা হয়। আর এই পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুরো ফ্লাইটে মশার স্প্রে স্প্রে করছেন এয়ার হোস্টেস। প্লেনে বসে থাকা যাত্রীরা কার্ডবোর্ড দিয়ে মশা তাড়াচ্ছেন। স্প্রে করায় অনেকের কাশি শুরু হয়। আসলে এই ঘটনাটি ঘটেছিল মেক্সিকান ফ্লাইটে । ওড়ার ঠিক আগের মুহূর্তে বিমানে ঢুকে পড়ে মশা একটি বড় ঝাঁক। মশার কারণে বিমান টেক অফ করতে বেশ খানিক দেরি হয়।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে কীভাবে মশার ঝাঁক ঢুকল তা কেউই জানে না। এই ঘটনায় সবাই অবাক। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিমানবন্দরটি যে স্থানে অবস্থিত সেটি মশার আঁতুড়ঘর। এই এলাকাটি বন্যা ও দূষিত জলে সবসময় পরিপূর্ণ থাকে। তার থেকেই উৎপত্তি মশার।
Flight delayed after mosquitos swarm passengers, crew inside cabin pic.twitter.com/uSd06lQKEU
— WittyWizard (@WittyWizard_1) October 12, 2023