সোনায় মোড়া চোখধাঁধানো কেটলি, দাম শুনলে চমকে যাবেন!

'এটি বিশ্বের সবচেয়ে দামি কেটলি।'

'এটি বিশ্বের সবচেয়ে দামি কেটলি।'

author-image
IE Bangla Web Desk
New Update
viral news,News Hindi News,weird news,latest news,Guinness World Records 2023,Guinness World Records Certificate,Guinness World Records Certified,Guinness World Records book,Guinness World Records Tweets,Teapot Adorned With Cut Diamond and Carat Ruby,worlds most valuable teapot,most valuable teapot in the world,most expensive teapot,most expensive kettle,kettle,Teapots

বিশ্বের সবচেয়ে দামি কেটলি। সোনা ও হীরা দিয়ে তৈরি এই 'চায়ের পট', দাম জানলে চমকে যাবেন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি চায়ের কেটলির ছবি শেয়ার করেছে, কেটলির গুণমান এবং দামের কারণে আজকাল আলোচনার বিষয় হয়ে উঠেছে এই চায়ের পাত্র।

Advertisment

বিশ্বের প্রতিটি কোণায় রয়েছে চা প্রেমী মানুষ। এমন কিছু মানুষ আছেন যাদের দিন শুরু হয় চা দিয়ে এবং শেষ হয় শুধুমাত্র চায়ের কাপে চুমুক দিয়ে। চায়ের সঙ্গে সঙ্গে অনেকেই চায়ের কাপ, প্লেট, কেটলির শখ থাকে। বিভিন্ন ডিজাইনের কাপ-প্লেট-কেটলি মানুষকে আকৃষ্ট করে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি কেটলির পোস্ট মানুষের হুঁশ উড়িয়ে দিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই কেটলির ছবি শেয়ার করেছে। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কেটলি। অসাধারণ এই কেটলি তার গুণমানের কারণে আজকাল আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisment

প্রায়শ অ্যালুমিনিয়াম কেটলি দেখে আমরা অভ্যস্ত। অনেকের বাড়িতে রয়েছে চিনা মাটির চোখ ধাঁধানো চায়ের পাত্র। যার দাম আনুমানিক এক থেকে দুই হাজার টাকা। ৯ আগস্ট টুইটারে শেয়ার করা এই পোস্টে, এমন এক কেটলির ছবি ভাইরাল হয়েছে যা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কেটলি। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'এটি বিশ্বের সবচেয়ে দামি কেটলি।' ১৮ ক্যারেট সোনায় নির্মিত এই কেটলি। এই কেটলির মূল্য 30,00,000 মিলিয়ন ডলার। পোস্টটি এখন পর্যন্ত 76.9K ভিউ পেয়েছে। যাঁরা পোস্টটি দেখেছেন তাঁরা নানান প্রতিক্রিয়া দিয়েছেন।

viral