মা ও সন্তানের মধ্যে মিষ্টি মধুর সম্পর্কের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ার মানুষের মন জয় করে। সম্প্রতি মা এবং ছেলের একটি খুব সুন্দর ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, যা দেখা মাত্রই মানুষের মন ছুঁয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলাকে মজার ছলে ছেলের সঙ্গে কথা বলতে।
Advertisment
আসলে, স্কুলে কোন কারণে গার্জেন কল হয় ছেলেটির। মা স্কুলের শিক্ষকের সঙ্গে দেখা করতে আসেন। সেখানে এসেই হয় যত বিপত্তি। স্কুল শিক্ষক মহিলাকে ছেলেটির মা নয় দিদি বলেই মনে করেন। এমনকী তিনি অই মহিলার থেকে আধার কার্ডও দেখতে চান। গোটা ঘটনা বর্ণনা করতে মা-ছেলে দম ফাটা হাসিতে ফেটে পড়ে। ভিডিওতে মায়ের কথা শোনার পর ছেলের প্রতিক্রিয়া দেখার মতো। ভিডিওটিতে দেখুন কেন এত ভাইরাল হচ্ছে এই ভিডিওটি।
ভিডিওটি শুরু হয় মহিলা ও তার ছেলের হাসি দিয়ে। বলা হচ্ছে কোনো কারণে ছেলের ফোন বাজেয়াপ্ত করেছে স্কুল। ভিডিওতে ওই মহিলা বলছেন, এই বিষয়টি সামলাতে তাঁকে ছেলের স্কুলে আসতে হয়েছিল, কিন্তু সেখানে যা ঘটল তা অবাক করার মত। মহিলা জানান যে তার ছেলের শিক্ষক তাকে তার মা নয়, তার দিদি ভেবে মহিলার আধার কার্ড দেখাতে বলেন। স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা একটি ভিডিও তৈরি করেম এবং তার ছেলের সঙ্গে গোটা ঘটনা উপভোগ করেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। nisha_pradhan007 নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি
৬ দিন আগে শেয়ার করা এই ভিডিওটিকে ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। ভিডিওটিতে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'খুব সুন্দর ভিডিও।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'ম্যাম, এটা শিক্ষকের দোষ নয়। যে কেউ আপনাকে দিদি বলে ভুল করতেই পারে।
মণ্ডপে বসে ঘুমিয়ে পড়লেন নববধূ, ঘুম ভাঙাতে এমন কাজ করলেন বর…কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হল বিয়ের এই ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বসে আছেন বর-কনে। কনে বিয়ের পিঁড়িতে বসা অবস্থায় ঘুমাতে শুরু করে। এটা দেখে বর তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করে।
বিয়ের নানান ভিডিও হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি, একই রকম একটি ভিডিও ইন্টারনেটে সামনে এসেছে, যা দেখার পরে হেসে খুন নেটিজেনরা।