Success Story: কঠোর পরিশ্রমে তৈরি ইতিহাস, একই সঙ্গে NEET পাস, ডাক্তারি হওয়ার দৌড়ে মা-মেয়ে

NEET Inspirational Story: মা-মেয়ের অনন্য কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায়! একসঙ্গে NEET পাশ করে ডাক্তারির স্বপ্নপূরণের পথে চেন্নাইয়ের বাসিন্দা আইয়ারমুথু আমুথাভাল্লি এবং তাঁর মেয়ে সুজানা।

NEET Inspirational Story: মা-মেয়ের অনন্য কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায়! একসঙ্গে NEET পাশ করে ডাক্তারির স্বপ্নপূরণের পথে চেন্নাইয়ের বাসিন্দা আইয়ারমুথু আমুথাভাল্লি এবং তাঁর মেয়ে সুজানা।

author-image
IE Bangla Web Desk
New Update
NEET mother daughter success, Amuthavalli Suzana NEET, 49-year-old woman clears NEET, NEET inspirational story, Tamil Nadu NEET success, mother daughter MBBS journey, Chennai NEET news, housewife clears NEET, NEET motivation story, NEET success story 2025

ডাক্তারি হওয়ার দৌড়ে মা-মেয়ে

NEET Inspirational Story: মা-মেয়ের অনন্য কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায়! একসঙ্গে NEET পাশ করে ডাক্তারির স্বপ্নপূরণের পথে চেন্নাইয়ের বাসিন্দা আইয়ারমুথু আমুথাভাল্লি এবং তাঁর মেয়ে সুজানা।

Advertisment

কথাতেই আছে 'ইচ্ছা থাকলে উপায় হয়'। এবার তেমনই এক বিরল নিদর্শন তৈরি করে ইতিহাস গড়লেন মা-মেয়ে। একইসঙ্গে NEET পাশ করে ডাক্তার হয়ে দৌড়ে এগিয়ে গেলেন দুজনেই।

চেন্নাইয়ের তিরুভারুর মা ও মেয়ে NEET পরীক্ষায় একইসঙ্গে উত্তীর্ণ হয়ে গোটা দেশকে অনুপ্রেরণা জুগিয়েছেন। ৪৯ বছর বয়সী আমুথাভাল্লি আগে জীববিজ্ঞানের শিক্ষিকা ছিলেন, কিন্তু বিয়ের পর সংসার সামলাতেই ব্যস্ত হয়ে পড়েন।

Advertisment

যখন তাঁর মেয়ে সুজানা NEET-এর প্রস্তুতি শুরু করেন তখন আমুথাভাল্লিও নতুন করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন। একসঙ্গে বই পড়া, নোট তৈরি এবং ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রম করতে থাকনে দুজনেই। জীবনের এই পর্বে মেয়েই হয়ে ওঠে মায়ের অনুপ্রেরণা। তিনবার ব্যার্থ হলেও চতুর্থবারের NEET পরীক্ষায় সফল হন।

যদিও সরকারি কলেজে ভর্তি হতে পারেননি, তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে সুজানা ৪৫৭ নম্বর পেয়ে সরকারি কলেজে ভর্তির দোরগোড়ায়। সুজানা জানান, “আমার মা-ই আমার আসল অনুপ্রেরণা। আমরা একসঙ্গে পড়তাম, প্রশ্ন করতাম, একে অপরকে ভুল ধরিয়ে দিতাম।”

এই কাহিনী অনুপ্রেরণা জুগিয়েছে লাখো মানুষকে। বয়স নয়, সাহস আর ইচ্ছাশক্তিই বড়। এই মন্ত্রেই জয় ছিনিয়ে এনেছেন চেন্নাইয়ের এই মা-মেয়ে। মায়ের কথায়, ইচ্ছা শক্তি আর কিছু অর্জন করার মানসিকতা আর পরিবারে সমর্থন থাকলে যে কোনও স্বপ্নই পূরণ করা সম্ভব। এখন মা-মেয়ের এখন একটাই লক্ষ্য—সাদা কোট গায়ে চাপিয়ে মানুষের সেবা করা।

Ather এর 'অ্যাটম বোম'! আকর্ষণীয় ডিজাইন,নজরকাড়া ফিচার সহ লঞ্চ এই সেরা ই স্কুটার

Trending Trending News