scorecardresearch

কাঁদতে কাঁদতে ১০ মাস বয়সী মেয়েকে রেখে সীমান্তের পথে মহিলা জওয়ান, ভিডিও দেখে গর্ব হবে

এমন মায়েদের জন্য প্রতিটি দেশবাসী গর্বিত।

Social Media Viral Post,Trending Post,Ajab Gajab Post,News and Views,Mother Viral Video
এমন মায়েদের জন্য প্রতিটি দেশবাসী গর্বিত।

সন্তানকে স্বামীর কাছে রেখেই সীমান্তে ডিউটি করতে চলেছেন মা। ট্রেনে চড়ার আগে নিজের আবেগ চেপে রাখতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন তিনি। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।একজন মা তার সন্তানদের সবচেয়ে ভাল বন্ধু। প্রতিটি জটিল পরিস্থিতিতে, মা তার সন্তানদের প্রতি সর্বদাই যত্নশীল হন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যায়, একজন মা তার ১০ মাস বয়সী মেয়েকে রেখে ট্রেনে করে সীমান্তে ফিরে যাচ্ছেন। যাওয়ার সময় মা নিজের আবেগ ধরে রাখতে পারেননি।

স্টেশনেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। স্বামীকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেলেন। এই ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে উঠেছেন। দেশের সেবার মহিলা এই সেনাকর্মী মমতাকে বিসর্জন দিয়ে সীমান্তে ফিরে যাচ্ছেন। ইন্টারনেটে ভাইরাল হচ্ছে এই ভিডিও।ভাইরাল ভিডিওটি @subhashbajpai18 নামের একজন ব্যবহারকারী শেয়ার করেছেন। এই ভিডিওটি ১ লাখ ৪০ হাজারের বেশি ভিউ পেয়েছে। এই ভিডিওটির পাশাপাশি একটি ক্যাপশনও লিখেছেন সুভাষ। ক্যাপশনে লিখেছেন- যখন ঘরের দায়িত্ব দেশের দায়িত্বের সামনে হেরে যায়। কোলহাপুরের বর্ষানি পাটিল তার দশ মাস বয়সী শিশুকে রেখে সীমান্তে ফিরে যাচ্ছেন। এমন মায়েদের জন্য প্রতিটি দেশবাসী গর্বিত।

সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিরাপত্তাকর্মীর নাম বর্ষানি পাটিল। তিনি সীমান্তে তার দায়িত্ব পালন করতে ঘর বাড়ি, দশ মাসের মেয়েকে ছেড়ে ফিরে আসছেন। ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি মেয়েকে কোলে নিয়ে কাঁদছেন তিনি। কখনও স্বামীকে জড়িয়ে ধরে আবার কখনও পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে নিজের অনুভূতি প্রকাশ করছেন এই মহিলা সেনা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই না নেটিজেনদের বেশ আবেগপ্রবণ করে তুলেছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Mother going on duty leaving 10 month old daughter