Advertisment

সন্তানদের খেতে আসছে ক্ষুধার্ত কোবরা, ছোবলের মুখে মরণপণ লড়াই মুরগীর

কথায় আছে সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল। নেট নাগরিকদের হাতে ভাইরাল সাপের ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিষধর সাপ কোবরার সঙ্গে প্রাণ বাঁচানোর লড়াই মুরগীর। টানা এক মিনিট ধরে চলে ডানার ঝাপট আর সঙ্গে কোবরার ছোবল। এরই মধ্যে লড়াইয়ের মাঝে মুরগী বাঁচিয়ে নিয়ে যায় নিজের সন্তানদের। সম্প্রতি এই ভিডিও ঝড় তুলে দিয়েছে নেট পাড়ায়।

Advertisment

ভাইরাল হয়ে যাওয়া সাপ মুরগীর লড়াইয়ের ভিডিওতে দেখা যাচ্ছে, মুরগীর তার ১৭ টি বাচ্চা নিয়ে বসে ছিল ঘরের কোণায়। এমন সময় নিঃশব্দে এগিয়ে আসে কোবরাটি। ছোবল তোলার সময়ই ডানা ঝাপটা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে মুরগীটি। এরপর শুরু হয়ে প্রাণ বাঁচানোর লড়াই। একের পর এক ছোবল মারতে থাকে সাপটি। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঠোকরের পর ঠোকর মারতে থাকে কোবরাটিকে। সেও পাল্টা ছোবল দেওয়ার চেষ্টা করে মুরগীকে। সকল সন্তানদের সাপের মুখ থেকে বাঁচানোর পরও একজন রয়ে যায় সাপের কবলে। সর্বশেষ তাঁকেও ক্ষুধার্ত সাপের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসে মুরগীটি।

দেখুন ভাইরাল ভিডিও...

ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন, বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। এরপরই নেট নাগরিকদের হাতে ভাইরাল হয়ে পরে ভিডিওটি। কথায় আছে সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল।

viral news viral
Advertisment