Advertisment

'রক্তে রাঙানো একুশে'র সুর গাওয়া হল সতেরোটি ভাষায়, ভাইরাল ভিডিও

জনপ্রিয় বাংলা গানের মনোরম পরিবেশনা করতে একত্রিত হয়েছে, ম্যান্ডারিন, ইংরেজি, তামিল, নেপালি সহ অন্যান্য ভাষা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি দিনটিতে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন একঝাঁক তরুণ। তাঁদেরকেই স্মরণ করা হল এই দিনটায়।১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন তাদের সম্মান জানাতে ‘একুশে ফেব্রুয়ারি’ র দিন একটি সুন্দর গানের উপস্থাপনা করা হয়। যা সম্প্রতি ভাইরাল।

Advertisment

কিংবদন্তি সংগীতশিল্পী এবং শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মহমুদের লেখা গানকে নিয়ে বিভিন্ন ভাষায় অনুবাদ করে গাওয়া হয়। জনপ্রিয় বাংলা গানের মনোরম পরিবেশনা করতে একত্রিত হয়েছে, ম্যান্ডারিন, ইংরেজি, তামিল, নেপালি সহ অন্যান্য ভাষা।

Read the full story in English

viral news viral
Advertisment