লকডাউনে রেশন আনতে গিয়ে বউ নিয়ে ফিরল যুবক, হতভম্ব মা

দুমাস ছেলে ঘরের বাইরে পা রাখেনি। কিন্তু হঠাত্্ রেশন আনতে যাচ্ছি বলে, বিয়ে করে বউ নিয়ে এসেছে।

দুমাস ছেলে ঘরের বাইরে পা রাখেনি। কিন্তু হঠাত্্ রেশন আনতে যাচ্ছি বলে, বিয়ে করে বউ নিয়ে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনের মাঝে কোনোদিনই বাইরে যায়নি যুবক। হঠাত্্ রেশন তুলতে যাবে বলে বের হয় বাড়ি থেকে। কিন্তু রেশনের বদলে তিনি বউ নিয়ে বাড়ি চলে আসেন। মা ভেবেছিসলেন ছেলে রেশনের দোকানে গিয়ে অত্যাবশকীয় পণ্য আনবে, কিন্তু তার কাছে কোনটা অত্যাবশকীয় সেটি বুঝতে পারেননি মা। অগত্যা, বেজায় চটে গিয়েছেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবকের মা জানাচ্ছেন, দুমাস ছেলে ঘরের বাইরে পা রাখেনি। কিন্তু হঠাত্্ রেশন আনতে যাচ্ছি বলে, বিয়ে করে বউ নিয়ে এসেছে।

Advertisment

এরপর ছেলের উপর রেগে গিয়ে সটাং থানায় চলে যান তিনি। মায়ের দাবি, নববধূ তরুণী। তাই তাঁকে ছেলের স্ত্রী হিসাবে ঘরে ঢুকতে দেননি তিনি। তার বদলে দু’জনকে নিয়ে থানায় এসেছেন। তারা যে বিয়ে করেছে তার কোনো প্রমাণও নেই। মায়ের এমন রণচন্ডী রুপ দেখে অবাক থানার পুলিশ থেকে শুরু করে পাড়া প্রতিবেশী।

দেখুন ভাইরাল ভিডিও...

Advertisment

corona Lockdown