New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-258.jpg)
ভিডিওটি ২১ জুলাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে, এখন পর্যন্ত ৬০ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।
প্রবল স্রোতে আটকে পড়ছেন মা-সন্তান, দেবদূত হয়ে এসে প্রাণ বাঁচিয়ে জিতে নিলেন হিরো’র সম্মান। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভারী বর্ষণে বিপর্যস্ত একাধিক রাজ্য। অনেক রাজ্যেই সৃষ্টি হয়েছে বন্যাপরিস্থিতি। কোথাও বন্যার জলে তলিয়ে গেছে রাস্তাঘাট। ভয়াবহ বন্যার কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। এমন অনেক ভিডিও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে জীবনের ঝুঁকি নিয়ে বন্যার জল পেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন মা ও সন্তান। পরের মুহুর্তে আপনি দৃশ্যটি দেখে চমকে উঠবেন
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক মহিলা তার সন্তানকে নিয়ে রাস্তার ওপর দিয়ে বয়ে যাওয়া জল পেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে, জলের প্রবল স্রোতের কারণে, মহিলা ফিরে আসার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি স্রোতে আটকে যান। ভিডিওতে আপনি দেখতে পাবেন শিশুটি স্রোতের মাঝে পড়ে ভেসে যেতে থাকে এদিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি সময় নষ্ট না করে সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং সঠিক সময়েই শিশুটিকে উদ্ধার করেন।
Mother tries to cross floodwaters with her child in a stroller 😳 pic.twitter.com/y2O3Bzcptp
— Crazy Clips (@crazyclipsonly) July 21, 2023
ভিডিওতে দেখা যায়, কীভাবে ওই ব্যক্তির সাহসিকতায় শিশুটির জীবন বাঁচল। এই ভিডিওটি ২১ জুলাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে, এখন পর্যন্ত ৬০ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ৩৫ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছে। শিশুর জীবন বাঁচানোর জন্য ওই ব্যক্তির প্রশংসা করছেন সকলেই।