সন্তানের মুখে হাসি ফোঁটাতে প্রাণপাত! ভিডিওটি দেখলে মায়ের কথা মনে পড়তে বাধ্য

দারিদ্রতাকে উপেক্ষা করে মায়ের মুখে খুশির ছাপ স্পষ্ট।

দারিদ্রতাকে উপেক্ষা করে মায়ের মুখে খুশির ছাপ স্পষ্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Mother Viral video, trending video, Viral News

সন্তানের মুখে হাসি ফোঁটাতে প্রাণপাত! ভিডিওটি দেখলে মায়ের কথা মনে পড়তে বাধ্য

মেলা থেকে বিশ্বের সেরা ছবি! ভিডিওটি দেখলে মায়ের কথা মনে পড়তে বাধ্য। সন্তানদের সুখেই লুকিয়ে থাকে"মা"য়ের সুখ। সন্তানদের সুখের জন্য মা'ই একমাত্র যিনি যে কোন কষ্ট মুখ বুজে সহ্য করবেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। যা দেখে আপনার চোখে জল আসতে বাধ্য। এই ভিডিও লাখো মানুষকে নস্ট্যালজিক করে তুলেছেন। এই ভিডিওটি দেখার পর আপনার চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠতে বাধ্য।

Advertisment

ইন্টারনেটের দুনিয়ায় প্রতিদিনই বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হতে থাকে। সেই সব ভিডিওর মধ্যে কিছু ভিডিও মানুষ শুধু পছন্দই করেন না একে অপরের সঙ্গে ব্যাপকভাবে শেয়ারও করেও থাকেন। কিন্তু যখনই মা-সন্তানের ভিডিও ভাইরাল হয় তা এক আলাদা মাত্রা দেয়। এই ভিডিওগুলি দেখে আমাদের মায়ের কথা মনে পড়তে বাধ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও।

ভিডিওতে সন্তানদের মুখে অন্ন তুলে দিতে এক মা'কে বেলুন বিক্রি করতে দেখা যাচ্ছে। এই সময়ের এক সেরা মুহূর্ত আপনাকে আবেগ প্রবণ করে তুলতে বাধ্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা বেলুন বিক্রি করছেন। দারিদ্রতাকে উপেক্ষা করে মায়ের মুখে খুশির ছাপ স্পষ্ট। এসময় সন্তানরা তার সঙ্গে ছবি তোলার জন্য বায়না ধরেন। এর পরই তিনি তার ফোন বের করে তাদের ছবি তোলেন।

Advertisment

ভিডিওটি দেখার পরে, আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। অনেক প্রতিকূল পরিস্থিতিতে থেকেও মা তার সন্তানের মুখে হাসি ফোটাতে প্রাণপাত করেন। এই ভিডিওটি টুইটার @AmolAwate79-এ শেয়ার করা হয়েছে। ৭৪ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

viral