New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-8.jpg)
দুষ্টুমিতে নাজেহাল মা, সন্তানকে নজরে রাখতে অভিনব উপায়, ভিডিও ভাইরাল
ভাইরাল হওয়া ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন যে মহিলা তার কোমরে একটি স্কার্ফ বেঁধেছেন এবং তার অপর প্রাপ্ত দিয়ে শিশুটিকে বেঁধে রেখেছেন, যাতে শিশুটি তার থেকে দূরে সরে যেতে না পারে।
দুষ্টুমিতে নাজেহাল মা, সন্তানকে নজরে রাখতে অভিনব উপায়, ভিডিও ভাইরাল
রান্নাঘরে কাজ করার সময় নিজের সন্তানকে যাতে নিরাপদে রাখা যায় ও সন্তানের খেয়াল রাখা যায় তার জন্য মায়ের অভিনব পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আমরা সবাই ছোটদের দুষ্টুমি অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। সন্তানকে বাগে আনতে এমন এক পদ্ধতি অবলম্বন করেছেন যা দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন যে মহিলা তার কোমরে একটি স্কার্ফ বেঁধেছেন এবং তার অপর প্রাপ্ত দিয়ে শিশুটিকে বেঁধে রেখেছেন, যাতে শিশুটি তার থেকে দূরে সরে যেতে না পারে।
তবে শিশুটি যাতে খেলার জন্য পুরো জায়গা পায় সেদিকে পুরো খেয়াল রেখেছেন মা। এ কারণেই একটির পরিবর্তে দুটি স্কার্ফ ব্যবহার করেছেন ওই মহিলা। শুধু তাই নয়, ঠাণ্ডা মেঝে থেকে শিশুকে বাঁচাতে রান্নাঘরে চাদরও বিছিয়ে দিয়েছেন তিনি।
মজার ভিডিওটি মিষ্টি_দ্বীপ নামে একটি অ্যাকাউন্ট থেকে ইন্সটাতে শেয়ার করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত নয় লাখের বেশি মানুষ দেখেছেন এবং মন্তব্য করে তাদের মতামত জানাচ্ছেন।