জুতোর বদলে সন্তানের পায়ে জড়ানো প্লাস্টিক, হতদরিদ্র মায়ের করুণ কাহিনী ভাইরাল

জুতা কেনার টাকা না থাকায় মহিলা এমন কাজ করতে বাধ্য হয়েছেন।

জুতা কেনার টাকা না থাকায় মহিলা এমন কাজ করতে বাধ্য হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
MP woman, wraps plastic, kids’ feet, hot roads

যখন প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে ঘর থেকে বাইরে বেরোনোর জন্য মানুষজনকে দশবার ভাবতে হয়, সেই সময় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে একটি ছবি। সন্তানদের প্রখর রোদের হাত থেকে বাঁচাতে পায়ে জড়িয়ে দিয়েছেন একটি করে প্লাস্টিক। সন্তানদের জুতো কিনে দেওয়ার মত সামর্থ্য নেই তাঁর। এক হতদরিদ্র মায়ের করুণ জীবনের খণ্ডচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে তা লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। হতদরিদ্র মা এবং তার সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে মা শিশুদের পায়ে জুতোর পরিবর্তে একটি ‘প্লাস্টিকের ব্যাগ’ জড়িয়ে দিয়েছেন প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটি মধ্যপ্রদেশের শেওপুর শহরের বলে জানা গেছে, স্থানীয় এক  সাংবাদিক ২১ মে ছবিটি ক্লিক করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। বলাই বাহুল্য যে খুব অল্প সময়ের মধ্যেই এই ছবিটি ভাইরাল হয়ে যায়, যা দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেন নি নেটিজেনরা। জানা গিয়েছে ওই মহিলার নাম রুক্মিণী।  প্রখর রোদে শিশুদের পায়ের চারপাশে প্লাস্টিকের ব্যাগ জড়িয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, জুতা কেনার টাকা না থাকায় তিনি তা করতে বাধ্য হন।

রুক্মিণী জানিয়েছেন, তার স্বামী টিবি রোগে ভুগছেন। এমনিতেই মূল্যবৃদ্ধির কারণে দুমুঠো অন্ন জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তার ওপর স্বামীর চিকিৎসা। রীতিমত কালঘাম ছুটেছে ওই মহিলার। ঠিক এই কারণে কাজের সন্ধানে প্রতিদিন শহরের রাস্তায় ঘুরে বেড়ান তিনি। তার সঙ্গেই থাকে তার তিন সন্তান।

Advertisment

মহিলার এমন চিত্র ভাইরাল হতেই মহিলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। শেওপুরের জেলা শাসক শিবম ভার্মা বলেছেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন দফতরের সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীর কাছ থেকে মহিলার পরিবারের অবস্থা রিপোর্ট চাওয়া হয়েছে। মহিলার পরিবারকে সরকারি প্রকল্পের সর্বোচ্চ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Viral Video