New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-134.jpg)
এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
‘দাদা রাঁচির পথটা কোনদিকে’? প্রশ্ন শুনেই গাড়ির সওয়ারির দিকে চোখ গেল পথচারীর। আরে এ তো ক্যাপ্টেন কুল! গাড়িতে বসে রয়েছেন স্বয়ং এমএস ধোনি। পথচারীদের কাছ থেকে সাহায্য নিয়ে ফের রাঁচির উদ্দেশ্যে রওনা দিল ধোনির গাড়ি। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি (এমএস ধোনি ভাইরাল ভিডিও) দেশের সব ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবিষয়ে কোন তর্কের জায়গাই নেই। চলতি বছরের আইপিএলে (আইপিএল 2023) ধোনি যেকটি ম্যাচ খেলেছেন স্টেডিয়াম হিল একেবারে কানায় কানায় পূর্ণ। আইপিএল শেষ হওয়ার পর থেকে তার ভিডিও এবং ছবি সময়ে সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কখনও বিমানে ঘুমাচ্ছেন তিনি। আবার কখনও পথচারীদের কাছ থেকে বাড়ির পথের ঠিকানা জেনে নিচ্ছেন ধোনি। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হচ্ছে যাতে এমএস ধোনি পথচারীদের কাছ লোকেশান জানতে দেখা যাচ্ছে।
Asking directions from Random strangers >> Google maps
MS Dhoni is literally us
Also he’s listening to Deva Deva 🫡 pic.twitter.com/PHK3Df5Fre— BALA (@rightarmleftist) August 11, 2023
ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনি একটি গাড়ির ভিতর বসে আছেন এবং তাঁর সঙ্গে রয়েছেন অন্য একজন। তাকে কিছু স্থানীয় লোকের সঙ্গে তাকে কথা বলতে দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে রাঁচির পথ কোনদিকে তাও জানতে দেখা যাচ্ছে ক্যাপ্টেন কুলকে। ধোনি ১৫ আগস্ট ২০২০-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তিনি শেষবার টিম ইন্ডিয়ার হয়ে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হয়ে খেলেছিলেন। তবে তিনি বর্তমানে আইপিএল (IPL 2023) খেলছেন। ২০২৩ সালে, ধোনি তার অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন করেন।