New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-35.jpg)
ভাইরাল হওয়া ভিডিওতে, বেলুন দিয়ে সাজানো বিলাসবহুল গাড়ির কনভয়ে শ্লোকাকে বাংলোর ভিতরে প্রবেশ কতে দেখা গিয়েছে।
দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন আকাশ-শ্লোকা! বুধবার বিকেলের দিকে এল সুখবর। মাসখানেক আগেই শ্লোকা বেবি বাম্পের ছবি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার আম্বানি পরিবারের ঘর আলো করে এল নতুন সন্তান।
মুকেশ আম্বানির পরিবারে আবারও খুশির হাওয়া। মা হলেন শ্লোকা আম্বানি। রোশনাই বাড়ল অ্যান্টিলিয়ার, আম্বানি পরিবারে হল লক্ষ্মীর আগমন। ছেলের পর মেয়ে হল আকাশ ও শ্লোকার। বুধবারই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্লোকা, লক্ষ্মীর আগমনে আম্বানি পরিবারে রীতিমত উৎসবের মেজাজ। সম্প্রতি শ্লোকার বাড়ি আসার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন শ্লোকা। আম্বানি পরিবার এবং মেহতা পরিবার নতুন অতিথিকে স্বাগত জানাতে কোনও ত্রুটি রাখতে চান নি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিওতে লক্ষ্মীর ঘরে আসার সেই মাহেন্দ্রক্ষণের মুহুর্ত ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে, বেলুন দিয়ে সাজানো বিলাসবহুল গাড়ির কনভয়ে শ্লোকাকে বাংলোর ভিতরে প্রবেশ কতে দেখা গিয়েছে। বিভিন্ন ধরণের বেলুন এবং সাজসজ্জার ছবি সামনে এসেছে।ভিডিওটি সামনে আসার পর মূহুর্তেই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আকাশ এবং শ্লোকাকে ৩২টি গাড়ির কনভয় নিয়ে হাসপাতাল থেকে বাড়ির পথে যাচ্ছেন। কনভয়ে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি।