Advertisment

প্রসব যন্ত্রণায় কাতর যাত্রীকে সাহায্য করে জেলে যেতে হলো অটোচালককে, কিন্তু কেন?

প্রসব যন্ত্রণায় কাতর এক মহিলাকে নিয়ে রেলস্টেশনে উঠে পড়ে। সঞ্জীবনী হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে আটক করে আরপিএফ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রসব যন্ত্রণায় ছটফট করছে মহিলা। যা দেখে অটো চালক স্থির থাকতে পারেনি। তাঁকে অটোতে বসিয়ে রেল স্টেশনের মধ্যে দিয়ে 'শর্টকাটে' হাসপাতালে পৌঁছে দেয় অন্তঃসত্ত্বাকে। ভিড় স্টেশনের মধ্যে দিয়ে হর্ণ দিয়ে রুদ্ধশ্বাসে ছুটিয়ে নিয়ে যায় অটো। অটো নিয়ে প্ল্যাটফর্মে উঠে আসায় অবাক হয়ে যান দাঁড়িয়ে থাকা যাত্রীরা। তদের মধ্যে একজন সেই ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। অটো চালকের মানবিকতা মন কেড়েছে নেটিজেনদের।

Advertisment

এই ভিডিও এক সংবাদ সংস্থা শেয়ার করে জানিয়েছে, ৪ আগস্ট অটো চালক প্রসব যন্ত্রণায় কাতর এক মহিলাকে নিয়ে রেলস্টেশনে উঠে পড়ে। সঞ্জীবনী হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে আটক করে আরপিএফ। পরবর্তীকালে স্টেশনে যাতে অটো নিয়ে উঠে না পড়ে, সে বিষয়ে সতর্ক করে ছেড়ে দিয়েছে আদালত।

আরও পড়ুন: লোকাল ট্রেনের ভিড়ে এ কী কাণ্ড ঘটল যাত্রীর সঙ্গে, দেখুন ভিডিও

সোমবার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা। গওয়াদের মহত কাজের ভিডিওই এখন নেটদুনিয়ায় প্রশংসিত হচ্ছে।

viral
Advertisment