প্রতিদিন একই সময়ে অফিস যাত্রীদের সঙ্গে লোকাল ট্রেনে সওয়ার এক পথ কুকুর। দিব্যি সকলের সঙ্গে উপভোগ করে ট্রেন জার্নি। আর সেই কাহিনী এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মানুষের সঙ্গে কুকুরের সখ্যতা সকলেরই জানা। তবে এবার এমন কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা আপনাকে চমকে দেবে। লোকাল ট্রেনে রীতিমত ডেলি প্যাসেঞ্জার এক পথ কুকুর। তার কাহিনী এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওটি শেয়ার করার সময় ইন্ডিয়া কালচারাল হাব ক্যাপশনে লিখেছে, ‘এই কুকুরটি প্রতিদিন একই সময়ে বোরিভালি লোকাল ধরে। ট্রেনে চড়ে পুরো যাত্রা উপভোগ করে।’ পথ কুকুরের এই ভিডিও ইন্টারনেটে প্রচুর ভালোবাসা কুড়িয়েছে। এই ভিডিওটি শেয়ার করেছে ইন্ডিয়া কালচারাল হাব।
এই ভিডিওতে মানুষজন নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব সুন্দর ভিডিও।’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি তার পৃথিবী, যার আমরা একটি অংশ মাত্র।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে তিনি বোরিভালিতে থাকেন এবং কান্দিভালিতে কাজ করতে যান। তিনি এই ঘটনার সাক্ষী। এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। একই সঙ্গে অনেকেই ভিডিওটিতে হাস্যকর মন্তব্যও করেছেন।