দেরিতে হলেও দেশের অনেক রাজ্যে ইতিমধ্যে এসেছে বর্ষা। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে মানুষজন। স্বস্তির মাঝেও একটি হৃদয় বিদারক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে জলে থৈ থৈ ট্রেনের কামরা।
এসি কোচের ছাদ থেকে সামনে জল পড়তে দেখা যাচ্ছে। এই ক্লিপটি শেয়ার করে ব্যবহারকারী দাবি করেছেন যে এই ভিডিওটি 'মুম্বাই-ইন্দোর অবন্তিকা এক্সপ্রেস'-এর সেকেন্ড ক্লাস এসি কোচের।
ভিডিওটি ভাইরাল হতেই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন বহু মানুষ। এখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে। ২৫ জুন টুইটার ব্যবহারকারী রণবিজয় সিং এই পোস্টটি করেন। ১৪ সেকেন্ডের এই ক্লিপ রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি জলে ভর্তি এসি কোচে কোনঠাসা হয়ে বসে রয়েছেন ।
ভাইরাল ভিডিওটি ৫০ হাজারের বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে লাইকও করেছেন প্রায় ৬ হাজার মানুষ। ভিডিওটিতে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন- ভিডিও দেশের জন্য লজ্জাজনক। অন্যজন মজার ভঙ্গিতে লিখেছেন – যাত্রীদের অনুরোধ করা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি বালতি, একটি পাত্র সঙ্গে রাখুন, যখনই আপনার স্নান করার ইচ্ছা হবে, আপনি স্নান করতে পারেন। ভারতীয় রেল সর্বদা আপনার সেবা করার জন্য প্রস্তুত, আপনি আপনার নিজের সম্পদ। আপনি চাইলে কাপড়ও ধুতে পারেন। অতীতে, একটি ভিডিওতে দেশের সবচেয়ে প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের ছাদ থেকে জল পড়তে দেখা গিয়েছিল।