New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-171.jpg)
ব্রিটেনের রাস্তায় একের পর এক প্রাণবন্ত পারফম্যান্স দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছে শিল্পী...!
সংগীতশিল্পীর প্রাণবন্ত স্বাধীনতা দিবসের পারফরম্যান্স, অপার দেশপ্রেমে মুগ্ধ আসমুদ্র-হিমাচল। গতকালই দেশ জুড়ে পালিত হয়েছে ৭৭ তম স্বাধীনতা দিবস। আর বিশেষ এই দিনে ব্রিটেনের রাস্তায় দেশাত্মবোধক গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক সংগীত শিল্পী। তার স্বাধীনতা দিবসের পারফরম্যান্স চমকে দিয়েছে সকলকেই।
শিল্পী, ভিশ, যিনি জনপ্রিয় বলিউড গান পরিবেশনের জন্য সকলের কাছেই সুপরিচিত, তিনি ব্রিটেনের রাস্তায় একের পর এক প্রাণবন্ত পারফম্যান্স দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছে।
ভিশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেছেন। যেখানে ভারতীয়রা পতাকা নেড়ে তাকে অভিবাদন জানানোর সঙ্গে সঙ্গে তার সঙ্গে গলাও মেলায়। ভিডিওটি মাত্র কয়েক ঘন্টা আগে পোস্ট করার পর থেকে হাজার হাজার লাইক এবং কমেন্ট সংগ্রহ করেছে।