Advertisment

ভিন ধর্মে প্রেম! ‘সবক’ শেখাতে ব্যস্ত রেলস্টেশন মুসলিম যুবককে মারধর, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

বান্দ্রা স্টেশনে "জয় শ্রী রাম" এবং "বন্দে মাতরম" স্লোগান দিতে গিয়ে প্রায় ৮ থেকে ১০ জন লোক মুসলিম ছেলেটিকে মারধর শুরু করে।

author-image
IE Bangla Web Desk
New Update
muslim boy thrashed in Mumbai, bandra station, jai shri ram chants, Bandra Terminus railway station, Muslim boy beaten up, Muslim man beaten up bandra station, viral video Muslim man beaten up at bandra station, Muslim boy thrashed, Muslim boy beaten up at bandra station, Muslim boy thrashed Mumbai, muslim boy with hindu girl beaten up,

বান্দ্রা স্টেশনে "জয় শ্রী রাম" এবং "বন্দে মাতরম" স্লোগান দিতে গিয়ে প্রায় ৮ থেকে ১০ জন লোক মুসলিম ছেলেটিকে মারধর শুরু করে।

মুম্বইয়ের বান্দ্রা রেলস্টেশনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। হিন্দু মেয়ের সঙ্গে থাকার অপরাধে এক মুসলিম যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ডানপন্থী সংগঠনের বিরুদ্ধে। এই ঘটনায় ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

ভিডিওতে দেখা যায়, বান্দ্রা টার্মিনাস রেলস্টেশনে একদল লোক একটি মুসলিম ছেলেকে মারধর করছে। ভিডিওতে একজন পুলিশ অফিসারকেও সেখানে দেখা যায়, যদিও তিনি ঘটনায় কোনভাবে হস্তক্ষেপ করে্ন নি।

অভিযোগ উঠেছে যে মুসলিম ছেলেটি একটি হিন্দু মেয়ের সঙ্গে ছিল এবং দক্ষিণপন্থী সংগঠনের সদস্যরা তার উপর হামলা চালায়। বান্দ্রা স্টেশনে "জয় শ্রী রাম" এবং "বন্দে মাতরম" স্লোগান দিতে গিয়ে প্রায় ৮ থেকে ১০ জন লোক মুসলিম ছেলেটিকে মারধর শুরু করে।

ঘটনাটি ২১ শে জুলাই ঘটেছিল বলে জানা গেছে। ঘটনার পর থেকে বেশ কয়েক দিন কেটে গেলেও কোন অভিযোগ দায়ের করা হয়নি এবং কাউকে গ্রেফতার করা হয়নি। ভাইরাল ভিডিওর প্রতিক্রিয়ায়, এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান বলেছেন যে কেউ যদি ভুল করে তবে তার জন্য আইন আছে, তবে কাউকে এমনভাবে মারধর করার অধিকার কে দিয়েছে? এবিষয়ে এক পুলিশকর্তা জানিয়েছেন যে ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে।বর্তমানে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

Viral Video
Advertisment