scorecardresearch

মন্দির নির্মাণের জন্য লক্ষ টাকার জমি দান, মুসলিম ভাইয়ের উদারতাকে কুর্নিশ

মৃত বাবার শেষ ইচ্ছাপূরণে কথা রাখলেন দুই ভাই।

Muslim brothers,donate land for temple,bihar news,Muslim brothers fulfill father promise,viral news" />
মন্দির নির্মাণের জন্য লক্ষ টাকার জমি দান, মুসলিম ভাইয়ের উদারতাকে কুর্নিশ

বাংলা-বিহার সহ একাধিক রাজ্যে রামবনমী শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়। এর মাঝেই এমনই এক কাহিনী সামনে এসেছে যা কেবল সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দেয়।

মৃত বাবার কথা রাখতে মন্দির নির্মাণের জন্য লাখ লাখ টাকার জমি দান করতে চলেছে ২ মুসলিম যুবক। ফয়েজ ও ফজল আহমেদ সম্পর্কে দুই ভাই। তাদের বাবা মৃত জেদ আহমেদ এলাকার বাসিন্দাদের কথা দিয়েছিলেন মন্দির নির্মাণের জন্য তিনি জমি দান করবেন। এর কিছুদিন পরই বাবার অকাল মৃত্যু হয়।

মৃত বাবার শেষ ইচ্ছাপূরণে কথা রাখলেন দুই ভাই। মন্দিরের জন্য জমি দান করলেন। অনুষ্ঠানের সময় কয়েক ডজন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে হাজির ছিলেন। গত বৃহস্পতিবার মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যেখানে সারাদেশে হিন্দু-মুসলিম নিয়ে তুমুল রাজনীতি চলছে। সেখানে দুই ভাইয়ের এহেন কীর্তি দৃষ্টান্ত স্থাপন করেছে।

কিষাণগঞ্জের রুইধাসা, থানা এলাকায় হনুমান মন্দির নির্মাণের জন্য স্বেচ্ছায় লক্ষ টাকার জমি দান করে এই মুসলিম যুবকরা। জমি দান প্রসঙ্গে ফয়েজ জানান, এটাই ছিল তার বাবার শেষ ইচ্ছা। তিনি বলেন, সব সম্প্রদায়ের মানুষের একে অপরের প্রয়োজন এবং একসঙ্গে বসবাস করতে হবে।

ফয়েজের ভাই ফজল আহমেদ জানান, এই কলোনিতে একটি মন্দিরও ছিল না, এখন মন্দির নির্মাণ হলে সকল মানুষ উপকৃত হবে। এসময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা উভয় ভাইয়ের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Muslim brothers donate land worth lakhs for temple in bihar