Advertisment

মুখে রাম নাম, পায়ে হেঁটেই রামমন্দিরের পথে মুসলিম তরুণী, ভিডিও ভাইরাল

ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে পিঠে ব্যাগ, কাঁধে পতাকা, মুখে জয় শ্রী রাম ধ্বনি। রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন,Ayodhya Ram Mandir,PM NARENDRA MODI,Ram Mandir,Ram Mandir Inauguration Date,Ram Mandir Inauguration Date 22 January,অযোধ্যায় রাম মন্দির,অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,রাম মন্দির" />

ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে পিঠে ব্যাগ, কাঁধে পতাকা, মুখে জয় শ্রী রাম ধ্বনি। রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।

২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই বছরেরও বেশি সময় ধরে রামমন্দির নির্মাণের কাজ চলছে। আগামী বছর অযোধ্যায় এই বিশাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকবেন। প্রাণপ্রতিষ্ঠার এক সপ্তাহ আগে পূজার অনুষ্ঠান শুরু হবে।

Advertisment

অযোধ্যায় ভগবান রামের বিশাল মন্দির নির্মাণের কাজ চলছে। সূত্রের খবর, ইতিমধ্যেই মন্দিরের সিংহভাগ নির্মাণ কাজ শেষ । ২২ জানুয়ারি ভগবান রাম এই বিশাল মন্দিরে বসবেন। দেশ-বিদেশের প্রতিটি রামভক্ত এই তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী নেতা নেত্রী থেকে শুরু করে সিনে তারকা, বিজ্ঞানী সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে।

রামমন্দিরের উদ্বোধন স্রেফ সময়ের অপেক্ষা। এর মাঝেই সামনে আসছে নানান ভাইরাল ভিডিও। এর মাঝেই দাবালনের মত ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে পায়ে হেঁটে মুম্বই থেকে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পাড়ি দিয়েছেন শবনম শেখ নামের এক মুসলিম মহিলা। ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে পিঠে ব্যাগ, কাঁধে পতাকা, মুখে জয় শ্রী রাম ধ্বনি। রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।

viral
Advertisment